অবশেষে জার্মানিকে হারাল বেলজিয়াম
বেলজিয়ামের কাছে জার্মানি অপরাজেয় ছিল না। কিন্তু জার্মানদের বিপক্ষে বেলজিয়ানদের সবশেষ জয় এসেছিল সেই ১৯৫৪ সালে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাল তারা। প্রীতি ম্যাচে জার্মানির বিপক্ষে জয়ের দেখা পেয়েছে পাঁচ গোলের থ্রিলারে।
মঙ্গলবার (২৮ মার্চ) রাতে নিজেদের আঙিনায় বন্ধুত্বপূর্ণ লড়াইয়ে বেলজিয়ামের কাছে ৩-২ ব্যবধানে হেরেছে জার্মানি। নতুন কোচ ডোমেনিকো টেডেসকোর অধীনে এটি টানা দ্বিতীয় জয় বেলজিয়ানদের। অপরদিকে, বিশ্বকাপের পর পেরুকে হারালেও দ্বিতীয় ম্যাচে ছন্দ হারাল হ্যান্স ফ্লিকের শিষ্যরা।
ম্যাচের আবহ বুঝে ওঠার আগেই স্বাগতিকদের সর্বনাশ করেন ইয়ানিক ক্যারাসকো এবং রোমেলু লুকাকু। ষষ্ঠ মিনিটে অতিথিদের এগিয়ে নেন ক্যারাসকো। নিজেদের অর্ধ থেকে আক্রমণে উঠে এই তারকা ফুটবলার পাঁচ মুভে দুর্দান্ত এক গোল উপহান দেন বেলজিয়ামকে।
সেই রেশ না কাটতেই ব্যবধান দ্বিগুণ লুকাকুর স্ট্রাইকে। কেভিন ডি ব্রুয়েনের অ্যাসিস্টে জার্মানদের জাল কাঁপান তিনি। ইউরোর বাছাইয়ে সুইডেনের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন লুকাকু। তবে জার্মানি ম্যাচে একটি গোল করতে পারেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড।
২০ মিনিটে আরেকটি গোলের সুযোগ পেয়েছিলেন লুকাকু। কিন্তু তার হেড প্রতিহত হয় গোলবারে। সেই হতাশা কাটার পর প্রথমার্ধের শেষ ভাগে একটি গোল হজম করে বেলজিয়াম। পেনাল্টি থেকে গোলটি করেন নিকলাস ফুল্কবুর্গ। ষষ্ঠ আন্তর্জাতিক ম্যাচে এটা তার ষষ্ঠ গোল।
লড়াইয়ের আভাস দিলেও দ্বিতীয়ার্ধে আরও পেছনে পড়ে ফ্লিকের দল। ৭৮ মিনিটে তৃতীয়বার তাদের জাল কেঁপে ওঠে ডি ব্রুয়েনের স্ট্রাইকে। ৮৭ মিনিটে অবশ্য স্কোরলাইন ৩-২ করেছিলেন সার্জি জিনাব্রি। কিন্তু সমতাসূচক গোলের দেখা পায়নি জার্মানরা।
আরএ/