গোলের সেঞ্চুরিতে তৃতীয় মেসি
বর্ণাঢ্য ক্যারিয়ারে আরও একটি মাইলফলকে লিওনেল মেসি। বুধবার (২৯ মার্চ) আন্তর্জাতিক ফুটবলে গোলের সেঞ্চুরি করেছেন পিএসজি সুপারস্টার। ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে এই মাইলফলক পৌঁছানো তৃতীয় ফুটবলার আর্জেন্টাইন খুদেরাজ। আগের দুই জন হলেন— ক্রিশ্চিয়ানো রোনালদো এবং আলি দাই।
পর্তুগিজ যুবরাজ সর্বোচ্চ ১২২ গোলের মালিক। কিছুদিন আগে বিশ্বরেকর্ডও গড়েছেন রোনালদো। আন্তর্জাতিক পর্যায়ে সর্বোচ্চ ১৯৮ ম্যাচ খেলার রেকর্ড এখন সিআর-সেভেনের দখলে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ গোলস্কোরারও (৮৩২টি) তিনি।
তালিকার রোনালদোর পরের স্থানে আলি দাই। ইরানি কিংবদন্তি ১৪৮ ম্যাচ খেলে করেছেন ১০৯ গোল। এরপর মেসির অবস্থান। কুরাকাওয়ের বিপক্ষের হ্যাটট্রিক পূরণে তার গোলসংখ্যা এখন ১০২। আর্জেন্টিনার জার্সিতে মাঠে নেমেছেন ১৭৪ বার।
এক নজরে সেরা ১৫ গোলগোতা
নাম দেশ গোল ম্যাচ
ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগাল ১২২ ১৯৮
আলি দাই ইরান ১০৯ ১৪৮
লিওনেল মেসি আর্জেন্টিনা ১০২ ১৭৪
মোসক্তার দাহারি মালয়েশিয়া ৮৯ ১৪২
সুনীল ছেত্রী ভারত ৮৫ ১৩৩
ফেরেঙ্ক পুসকাস হাঙ্গেরি ৮৪ ৮৫
আলি মাবখৌত আমিরাত ৮০ ১০৯
গডফ্রে চিতালু জাম্বিয়া ৭৯ ১১১
হুসেইন সাঈদ ইরাক ৭৮ ১৩৭
রবার্ট লেভানদোভস্কি পোল্যান্ড ৭৮ ১৩৯
পেলে ব্রাজিল ৭৭ ৯২
নেইমার ব্রাজিল ৭৭ ১২৪
স্যান্ডর কোসিস হাঙ্গেরি ৭৫ ৬৮
কুনিসিগে কামামোতো জাপান ৭৫ ৭৬
বাশার আবদুল্লাহ কুয়েত ৭৫ ১৩৪
আরএ/