সিশেলসকে এক গোলে হারাল বাংলাদেশ
চোখ ধাঁধানো ফুটবল উপহার দিতে পারেনি বাংলাদেশ। তবে প্রতিপক্ষ সিশেলসের চেয়ে এগিয়ে ছিল লড়াইয়ে। ফলস্বরূপ এক গোলের জয়ে দুই ম্যাচে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।
শনিবার (২৫ মার্চ) সিলেট জেলা স্টেডিয়ামে তারিক কাজীর ১-০ গোলে জিতেছে স্বাগতিকরা। একই ভেন্যুতে মঙ্গলবার সিশেলসের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবেন জামাল ভূঁইয়ারা।
ম্যাচের একমাত্র গোলটি এসেছে ৪৩ মিনিটে। ফ্রি-কিক নিয়েছিলেন জামাল। বাংলাদেশ অধিনায়কের শট রুখে দিলেও দলকে বিপদমুক্ত করতে পারেনি সিশেলস ডিফেন্ডাররা। সেই সুযোগে বল জালে জড়ান তারিক।
এগিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয়ার্ধ শুরু করে এলিটা কিংসলেকে সঙ্গে নিয়ে। আমিনুর রহমান সজীবের বদলি হিসেবে মাঠে নামেন তিনি। অভিষেকেই সুযোগ পেয়েছিলেন গোল করার, কিন্তু ৬২ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি কিংসলে।
অপরদিকে, দ্বিতীয়ার্ধে কিছুটা ছন্দে ফিরেছিল সিশেলস। তবে আপ্রাণ চেষ্টায় সমতায় ফেরার সৌভাগ্য হয়নি অতিথিদের এবং দেশের মাটিতে জয়খরা ঘুচায় বাংলাদেশ। দীর্ঘ ২৭ মাস পর নিজেদের আঙিনায় জয়ের দেখা পেয়েছেন জামালরা।
এমএমএ/