ইব্রার ‘ওয়েলকাম পার্টি’তে লুকাকুর হ্যাটট্রিক
প্রায় এক বছর পর জাতীয় দলের জার্সিতে মাঠে ফিরলেন ইব্রাহিমোভিচ। গড়লেন ইতিহাস। কিন্তু জয়ে রাঙা প্রত্যাবর্তন পেলেন না তিনি। ইব্রার ‘ওয়েলকাম পার্টি’তে আলোর সবটা কেড়ে নিলেন রোমেলু লুকাকু। করেছেন হ্যাটট্রিক।
শুক্রবার (২৪ মার্চ) রাতে লুকাকুর দারুণ পারফরম্যান্সে স্বাগতিক সুইডেনকে ৩-০ গোলে হারিয়ে ২০২৪ ইউরোর বাছাইপর্ব শুরু করেছে বেলজিয়াম। নতুন পথচলায় শুভসূচনা পেয়েছেন ডোমেনিকো টেডেসকো। কাতার বিশ্বকাপের পর বেলজিয়ামের ডাগআউটে রবার্তো মার্টিনেজের স্থলাভিষিক্ত হন তিনি।
নতুন কোচের অধীনে প্রথম ম্যাচ খেলতে নেমে প্রথমার্ধেই এগিয়ে যায় বেলজিয়াম। ৩৫ মিনিটে প্রথমবার জালের দেখা পান লুকাকু। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এই ফরোয়ার্ড। দুই গোলেই অ্যাসিস্ট করেন ডোডি লুকেবাকিয়ো।
জোড়া গোল হজম করে ৭৩ মিনিটে ইব্রার দ্বারস্থ হন সুইডিশ কোচ অ্যান্ডারসন। ৪১ বছর ৫ মাস ২১ দিন বয়সে ইউরোর বাছাইয়ে খেলতে নেমে রেকর্ড গড়েন ইব্রা। টুর্নামেন্টে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ফুটবলার এখন তিনি। রেকর্ডটি এতদিন ছিল ডিনো জফের দখলে, যা ১৯৮৩ সালে গড়েছিলেন ইতালিয়ান গোলরক্ষক।
তবে মাঠে নেমেও সুইডেনের ব্যবধান কমাতে পারেননি দেশটির সর্বোচ্চ গোলস্কোরার ইব্রা। উল্টো ৮২ মিনিটে বাকায়োকুর অ্যাসিস্টে হ্যাটট্রিক পূর্ণ করেন লুকাকু। বেলজিয়ামের জার্সি গায়ে ১০৫ ম্যাচ খেলা এই ফরোয়ার্ডের গোলসংখ্যা এখন ৭১।
আরএ/