আত্মঘাতী গোলে ভারতের বিপক্ষে জিতল বাংলাদেশ
হারলে কাগজে-কলমে সব শেষ হয়ে যেত না। তবে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের দৌড় থেকে একপ্রকার ছিটকে যেত বাংলাদেশ। কঠিন পরিস্থিতিতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে আত্মঘাতী গোলে জিতল লাল-সবুজের মেয়েরা।
শুক্রবার (২৪ মার্চ) কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তাফা কামাল স্টেডিয়ামে গোলাম রব্বানী ছোটনের দল জিতেছে ১-০ ব্যবধানে। ৭৪ মিনিটে আত্মঘাতী গোলটি করেন ভারতের আখিলা রাজন। একই ভেন্যুতে দিনের প্রথম ম্যাচে ভুটানকে গোলবন্যায় ভাসিয়েছে শক্তিধর রাশিয়া।
টুর্নামেন্টে রুশকন্যারা তাদের দ্বিতীয় ম্যাচ জিতেছে ৯-১ ব্যবধানে। হ্যাটট্রিক করেন আনাসতাশিয়া চেরনোসোভা, জোড়া গোল করেন এসেনিয়া ক্যাডিন্টসেভা এবং একবার করে জালের দেখা পান এলেনা গলিক, আনাসতাশিয়া কারাতেভা, সোফিয়া গলোভিনা ও পলিনা বগদানোভা।
টানা দুই জয়ে ৬ পয়েন্টে লিগ টেবিলের শীর্ষস্থান আগলে রেখেছে রাশিয়া। ভারতকে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ। ৩ ম্যাচ শেষে স্বাগতিকদের ঝুলিতে জমা পড়েছে ৬ পয়েন্ট। ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে ভারত ও নেপাল।
এসজি