জামালদের কাছে জোড়া জয় চান ক্যাবরেরা
ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে দেশে ও দেশের বাইরে সেরা উপায়ে প্রস্তুত হয়েছে বাংলাদেশ ফুটবল দল। যদিও তিন জাতির টুর্নামেন্ট খেলা হচ্ছে না জামাল ভূঁইয়াদের। দুই ম্যাচ খেলবে সিশেলসের বিপক্ষে। দুই দলের লড়াই শুরুর আগে হ্যাভিয়ের ক্যাবরেরা জানালেন তার প্রত্যাশার কথা। জামালদের কাছে কোচের চাওয়া জোড়া জয়।
আগামীকাল (২৫ মার্চ) সিলেট জেলা স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও সিশেলস। লড়াই শুরু হবে বিকাল ৩টা ৪৫ মিনিটে। একই ভেন্যুতে একই সময়ে আগামী মঙ্গলবার (২৮ মার্চ) দ্বিতীয় ম্যাচ খেলবে দুই দল। দুই ম্যাচেই শিষ্যদের জয়ের সম্ভাবনা দেখছেন ক্যাবরেরা।
শুক্রবার (২৪ মার্চ) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে বাংলাদেশের প্রধান কোচ বলেছেন, ‘অবশ্যই, আমাদের লক্ষ্য দুই ম্যাচই জেতা। এটা সহজ চ্যালেঞ্জ হবে না। আমরা আরও ধারাবাহিকতা আনতে চাই। যেটা গত বছর ছিল না। সৌদিতে আমরা যেভাবে অনুশীলন করেছি সেটার প্রতিফলন এখানে ঘটাতে চাই।’
সাফ ও বিশ্বকাপ বাছাইয়ের আগে এই সিরিজকে বেশ গুরুত্ব দিয়েই দেখছেন ক্যাবরেরা, ‘সামনে সাফ এবং বিশ্বকাপ বাছাই আছে। সমর্থকদের সমর্থন চাই আমরা। আমাদের লক্ষ্য জেতা। শুধু জয় নয়, কীভাবে জিতলাম সেটাও গুরুত্বপূর্ণ। জেতার পাশাপাশি ভালো পারফরম্যান্স করা চাই।’
গুঞ্জন রয়েছে এই সিরিজ দিয়ে বাংলাদেশের জার্সি গায়ে অভিষেক হয়ে যেতে পারে এলিটা কিংসলের। যদিও এ নিয়ে জানতে চাইলে সদুত্তর দিতে পারেননি প্রধান কোচ। তিনি বলেছেন, ‘এলিটা দলের জন্য উপহার, সজীব ও সুমন দারুণ করছে। যেই সুযোগ পাক, সেরাটা দেওয়ার চেষ্টা করবে। আমি চাই দল ভালো খেলুক। ম্যাচ জিতে আসুক।’
এসজি