ফুটবলকে বিদায় বললেন বিশ্বকাপজয়ী ওজিল
চোটের কাছে হার মানলেন মেসুত ওজিল। ৩৪ বছর বয়সে ফুটবলকে বিদায় বললেন বিশ্বকাপজয়ী জার্মান মিডফিল্ডার। বুধবার (২২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দীর্ঘ এক পোস্টে অবসর নেওয়ার সিদ্ধান্ত জানান তিনি।
দীর্ঘ ওই পোস্টের শুরুতে ওজিল লিখেন, ‘আমি পেশাদার ফুটবল থেকে অবসর ঘোষণা করছি। আমার সৌভাগ্য যে প্রায় ১৭ বছর একজন পেশাদার ফুটবলার ছিলাম। তবে সাম্প্রতিক সপ্তাহ এবং মাসগুলোতে একই রকম ইনজুরিতে ভুগছিলাম, এটি আরও স্পষ্ট করে দিয়েছে যে ফুটবলের বড় মঞ্চ ছেড়ে যাওয়ার সময় এসেছে।’
ওজিল ২৫৪টি ম্যাচ খেলেছেন আর্সেনালের জার্সিতে। গানারদের হয়ে এফএ কাপ জিতেছেন চারবার। রিয়াল মাদ্রিদের হয়ে ১৫৯ ম্যাচ খেলা এই মিডফিল্ডার পেয়েছেন লা লিগা এবং কোপা দেল রে জয়ের স্বাদ। ৩৪ বছর বয়সী তারকার সবচেয়ে বড় অর্জন বিশ্বকাপ জয়।
২০১৪ সালে জার্মানদের বিশ্বকাপ জয়ের দলে গুরুত্বপূর্ণ অংশ ছিলেন ওজিল। জার্মানির জার্সিতে ৯২ ম্যাচ খেলে জালের দেখা পেয়েছেন ২৩ বার। ইনজুরির কারণে ধার কমে যাওয়ায় ২০২১ সালে তুর্কিশ ক্লাব ফেনারবাচে ঠাঁই হয় অন্যতম সফল এই মিডফিল্ডারের।
তুর্কিশ ক্লাবটির হয়ে ৩৭ ম্যাচে ৯ গোল করেন ওজিল। তার উপস্থিতিতেও সেরা সাফল্য পায়নি ফেনারবাচ। তাতে ২০২১-২২ মৌসুমের শেষ মাসে জার্মান তারকার সঙ্গে চুক্তি বাতিল করে ক্লাবটি। ফেনারবাচে ১৮ মাস ফিটনেস ইস্যুতে ভোগা ওজিলের পরবর্তী ঠিকানা হয় তুর্কির আরেক ক্লাব বসাকসেহিরে।
নতুন ঠিকানায় সবশেষ ২ ফেব্রুয়ারি ম্যাচ খেলতে নামেন জার্মানির তারকা ফুটবলার। তুর্কিশ সুপার লিগের ম্যাচে কায়সারিসপোরের বিপক্ষে বদলি হিসেবে নেমেছিলেন তিনি। ম্যাচটি ১-০ গোলে হারে বসাকসেহির। ফুটবলকে বিদায় বলে দেওয়ায় সেটাই ওজিলের ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে থাকল।
এসজি