রাশিয়ার শক্তি টের পেল বাংলাদেশ, হারল ৩-০ গোলে
মুখের কথায় ভয়টা আড়াল করেছিলেন গোলাম রব্বানী ছোটন। সাহস যোগান মেয়েদের। কিন্তু তার সেই কৌশল কাজে এলো না। মাঠের লড়াইয়ে রাশিয়ার শক্তি টের পেল বাংলাদেশের মেয়েরা। স্বাগতিকদের হারিয়ে অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা পেয়েছে ইউরোপের দেশটি।
বুধবার (২২ মার্চ) কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশকে ৩-০ গোলে হারিয়েছে রাশিয়া। ম্যাচজুড়ে আধিপত্য বিস্তার করে অনায়াস জয় তুলে নেয় সফরকারীরা। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রুশকন্যারা। গোল দুটো করেন এলেনা গলিক।
ছোটনের শিষ্যরা নিজেদের গুছিয়ে নেওয়ার আগেই হজম করে গোল। ম্যাচের পঞ্চম মিনিটে স্বাগতিক জালে কাঁপন ধরান এলেনা। ৪২ মিনিটে গোল শোধ করার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন প্রীতি। কিন্তু তার শট রুখে দিয়ে বাংলাদেশকে হতাশ করেন রাশিয়ান গোলরক্ষক।
প্রথমার্ধের অন্তিম মিনিটে অধিনায়ক এলেনার নৈপুণ্যে দ্বিতীয় গোলের দেখা পায় রাশিয়া। দ্বিতীয়ার্ধে (৬২ মিনিটে) বাংলাদেশের জালে তৃতীয় ও শেষবারের মতো বল পাঠান আনাসতাসিয়া কারাতেভা। তাতে জয়ের পর হারের মুখ দেখে বাংলাদেশ। ভুটানকে ৮-১ উড়িয়ে বয়সভিত্তিক সাফ শুরু করেছিল ছোটনের দল।
এসজি