ফ্রান্সের অধিনায়ক এমবাপ্পে, তার ডেপুটি গ্রিজম্যান
সব গুঞ্জনের অবসান ঘটিয়েছে ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ)। সামাজিক যোগাযোগমাধ্যমে সংস্থাটি ঘোষণা দিয়েছে, ফ্রান্সের নতুন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে এবং তার ডেপুটি অর্থাৎ সহঅধিনায়কের ভূমিকা পালন করবেন আতোয়ান গ্রিজম্যান।
জানুয়ারিতে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দেন ফ্রান্সের সাবেক অধিনায়ক হুগো লরিস। তাই নেতৃত্বভার দেওয়া হলো এমবাপ্পের কাঁধে, যার জাতীয় দলে অভিষেক হয় ২০১৭ সালে এবং ফ্রান্সের হয়ে এখন পর্যন্ত খেলেছেন ৬৬ ম্যাচ। জিতেছেন বিশ্বকাপ।
গত রবিবার এক সাক্ষাৎকারে দিদিয়ের দেশম বলেছিলেন, ‘অধিনায়কের দায়িত্ব পালনের সমস্ত প্রয়োজনীয় গুনাবলী কিলিয়ানের রয়েছে।’ তখনই এক প্রকার নিশ্চিত হয়ে যায়, ফ্রান্সকে ২০১৮ বিশ্বকাপ জেতানো এমবাপ্পেই পাচ্ছেন অধিনায়কত্ব।’
মঙ্গলবার আনুষ্ঠানিক ঘোষণা আসে এফএফএফর পক্ষ থেকে। তারা জানিয়েছে, নেতৃত্বে দেশমের পছন্দ এমবাপ্পে এবং সহ-অধিনায়ক পদে অ্যাটলেটিকো মাদিদ্রের গ্রিজম্যান।
সবশেষ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা ছিলেন এমবাপ্পে। দলকে ব্যাক-টু-ব্যাক তুলেছিলেন ফাইনালে তিনি, যেখানে হেরে যায় আর্জেন্টিনার কাছে। ওই হারের পর ২০২৪ ইউরোর বাছাইপর্ব দিয়ে মাঠে ফিরবে ফরাসি। শুক্রবার তাদের প্রতিপক্ষ হল্যান্ড। সোমবার খেলবে আয়ারল্যান্ড অব রিপাবলিকের বিপক্ষে।
এসএন