বাংলাদেশের ‘রাশিয়া’ পরীক্ষা বুধবার
সাফ নারী চ্যাম্পিয়নশিপে চলছে বাংলাদেশের মেয়েদের দাপট। চলমান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের শুরুতেই গোল উৎসব করেছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যদের। সুসময়ে অগ্নিপরীক্ষার সামনে তারা। কেননা, আগামীকাল (২২ মার্চ) রাশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল।
বুধবার কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশ ও রাশিয়া মুখোমুখি বিকাল ৩টা ১৫ মিনিটে। টুর্নামেন্টে এটাই প্রথম ম্যাচ রুশদের, বাংলাদেশের দ্বিতীয়। গতকাল উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৮-১ গোলে উড়িয়ে মিশন শুরু করেছে লাল-সবুজ দল।
উয়েফার হস্তক্ষেপে এশিয়ার টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশে রুশকন্যারা। ঢাকায় অবতরণের পর থেকেই আলোচনায় তারা। কারণ ইউরোপিয়ান প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ে মোটেও অভ্যস্ত নয় বাংলার মেয়েরা। যদিও শিষ্যদের আত্মবিশ্বাসে কোনো ঘাটতি দেখছেন না ছোটন।
ভুটানকে গোলবন্যায় ভাসালেও ওই ম্যাচে সুযোগ মিসের মহড়া দিয়েছে বাংলাদেশ। সেই প্রসঙ্গ সামনে তুলে ধরে ছোটন বলেছেন, ‘মেয়েদের যে ফুটবল খেলার কথা ছিল, (ভুটানের বিপক্ষে) সেটাই খেলেছে। পুরো ৯০ মিনিট একই ছন্দে খেলেছে। পুরো ম্যাচে মেয়েরা খেলার মধ্যেই ছিল।’
বাংলাদেশ কোচ যোগ করেন, ‘সাগরিকার শট পোস্টে লেগে ফিরেছে, এখানে সাগরিকার ভুল বা দোষ নেই। আমি মনে করি, শতভাগ আত্মবিশ্বাস নিয়ে আমরা রাশিয়ার বিপক্ষে খেলতে নামতে পারব। আমরা কাউকে দুর্বল ভাবি না। সামনের ম্যাচগুলোতে আমাদের প্রতিটা মুহূর্তে সতর্ক থাকতে হবে।’
এসজি