ভুটানকে গোলবন্যায় ভাসাল বাংলাদেশের মেয়েরা
বড় জয়ে অনূর্ধ্ব-১৭ সাফ শুরু করল বাংলাদেশ নারী দল। সোমবার (২০ মার্চ) উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে ভুটানকে উড়িয়ে দিয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে জয় তুলে নিয়েছে ৮-১ ব্যবধানে।
স্বাগতিকদের জয়ে জোড়া গোল করেছেন কৃষ্ণা ও থুইনু মারমা। একবার করে জালের দেখা পেয়েছেন সুলতানা আক্তার, প্রীতি, মুন্নি আক্তার এবং সাগরিকা। একই ভেন্যুতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জয়ের দেখা পেয়েছে ভারত। তারা নেপালের মেয়েদের হারিয়েছে ৪-১ ব্যবধানে।
ভুটান ম্যাচে বাংলাদেশের গোলোৎসবের শুরু ষোড়শ মিনিটে। গোলদাতা কৃষ্ণা। নিখুঁত টোকায় লক্ষ্যভেদ করেন তিনি। একবিংশ মিনিটে বাংলাদেশের একটি গোল বাতিল হয় অফসাইডের বাঁশিতে। খানিকবাদে প্রতিপক্ষের ডি-বক্সে সুরভী পা ফসকে পড়ে গেলে দ্বিতীয় গোলের অপেক্ষা বাড়ে স্বাগতিকদের।
প্রতীক্ষার অবসান হয় ২৮ মিনিটে। নুসরাত জাহান মিতুর পাস ধরে কৃষ্ণার গোলেই দ্বিতীয় হয় ব্যবধান। কৃষ্ণার পর সুলতানা আক্তার ও প্রীতির ঝলক। ৩৬ মিনিটে হেডে স্কোরলাইন ৩-০ করেন সুলতানা। ৬ মিনিট বাদে বাঁক খাওয়ানো শটে দৃষ্টিনন্দন এক গোল করেন প্রীতি। তাতে প্রতিপক্ষের জালে এক হালি গোল দিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধের শুরুতে ছোটনের শিষ্যদের গোল মিসের মহড়া। ৪৮ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও হ্যাটট্রিক পূর্ণ করতে পারেননি তৃষ্ণা। প্রীতির দুর্বল শট অনায়াসে আটকে দেন ভুটান গোলরক্ষক দীক্ষা রাই। ৫৬ মিনিটে ফের সুযোগ নষ্ট করেন তৃষ্ণা।
শিষ্যদের একের পর এক সুযোগ মিসে দলে পরিবর্তন আনেন ছোটন। এক ঘণ্টার মাথায় প্রীতিকে তুলে মাঠে নামান থুইনু মারমাকে। লড়াইয়ে নেমেই চমক দেখান তিনি। প্রথম আক্রমণে বাংলাদেশকে পঞ্চম গোল উপহার দেন এই ফরোয়ার্ড। দুই মিনিট বাদে নিজেদের ভুলে ষষ্ঠ গোল হজম করে ভুটান।
অতিথিদের রক্ষণভাগের ভুলে বল পেয়ে যান মুন্নি আক্তার। সুযোগ পেয়ে মুহূর্তেই জাল কাঁপান বদলি নামা এই ফুটবলার। এরপর থুইনুর দ্বিতীয় গোল বাতিল হয় অফসাইডের কারণে। ৬৫ মিনিটে গিয়ে প্রথম জালের দেখা পায় অতিথিরা। প্রিয়া ঘাল্লের স্ট্রাইকে ম্যাচের স্কোরলাইন হয় ৬-১।
ভুটানের সাফল্য বলতে ওই এক গোলই। ম্যাচের শেষ ভাগে আরও দুবার কেঁপে উঠে তাদের জাল। ৭৬ মিনিটে দ্বিতীয় গোল পাওয়ার অপেক্ষা ঘুঁচান থুইনু। ৮৩ মিনিটে ভুটানের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন সাগরিকা। তাতে ৮-১ ব্যবধানের অনায়াস জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এবার তাদের রাশিয়া পরীক্ষা দেওয়ার পালা। আগামী বুধবার লিগপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইউরোপের দেশটির মুখোমুখি হবে ছোটনের শিষ্যরা।
আরএ/