পিএসজি-বায়ার্নের দুঃস্বপ্নের রাত
বুন্দেসলিগায় শিরোপা অক্ষুণ্ন রাখার মিশনে পিছিয়ে পড়ে বায়ার্ন মিউনিখ। ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে চাপে রেখেছে অলিম্পিক মার্শেই। কঠিন সময়ে ঘরোয়া লিগে আরও একটি দুঃস্বপ্নের রাত কাটল দুই চ্যাম্পিয়নদের। দেখেছে হারের মুখ।
রবিবার রাতে জার্মানির টপ-ফ্লাইটে বায়ার লেভারকুসেনের মাঠে এগিয়ে গিয়েও জেতা হয়নি বায়ার্নের। হার মেনেছে ২-১ গোলে। অপরদিকে, পার্ক দেস প্রিন্সেসে পিএসজির সর্বনাশ করেছে রেনে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ২-০ গোলে হারিয়ে মাঠ ছেড়েছে অতিথিরা।
লেভারকুসেনের মাঠে ২২ মিনিটে লিড পায় বায়ার্ন। বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের এগিয়ে নেন জশুয়া কিমিচ। লিড আগলেই বিরতিতে যায় অতিথিরা। দ্বিতীয়ার্ধে জোড়া পেনাল্টিতে ম্যাচে ফিরে লেভারকুসেন। ৫৫ ও ৭৩ মিনিটে দুটো শটই নেন এক্সকুয়েল প্যালাসিওস।
অপ্রত্যাশিত এই হারে লিগ টেবিলে দ্বিতীয় স্থানেই থেকে গেছে বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা। ২৫ ম্যাচ শেষে বায়ার্নের অর্জিত পয়েন্ট ৫২। সমান ম্যাচে তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। অর্থাৎ লেভারকুসেনের কাছে হারে টেবিলের চূড়ায় ফেরার সুযোগ হাতছাড়া করেছে বায়ার্ন।
পিএসজি অবশ্য লিগ ওয়ানে শীর্ষস্থান আগলে রেখেছে। দুইয়ে থাকা মার্শেইয়ের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ৭। দুই দলই খেলেছে ২৮টি করে ম্যাচ। শিরোপা দৌড়ে এগিয়ে থাকলেও রেনের বিপক্ষে হোম লিগ ম্যাচে জিততে পারেনি লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের পিএসজি।
দ্বিতীয়ার্ধে দুই গোল হজম করে হেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ৪৫ মিনিটে প্রথমবার স্বাগতিকদের জাল কাঁপান টোকো ইকাম্বি। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে স্কোরলাইন ২-০ করেন কামিুলেন্দো। ম্যাচজুড়ে আধিপত্য বজায় খেললেও একটি গোল শোধ দিতে পারেনি ক্রিস্টোফ গালতিয়েরের শিষ্যরা।
এই হারে পার্ক দেস প্রিন্সেসে থামল পিএসজির অপরাজেয় যাত্রা। ৩৫ ম্যাচ পর হোম লিগ ম্যাচে পরাজয়ের মুখ দেখল ফরাসি জায়ান্টরা। ঘরের মাঠে এর আগে ২০২১ সালের এপ্রিলে সবশেষ লিগ ম্যাচ হেরেছিল পিএসজি।
এসএন