ইতালি ফুটবল দলে মেসির দেশের ফুটবলার!
আর্জেন্টিনার বয়সভিত্তিক দলে (অনূর্ধ্ব-১৯ ও ২০) খেলেছেন মাতেও রেতেগুই। কিন্তু কখনোই জাতীয় দলে লিওনেল মেসির সঙ্গী হওয়ার সৌভাগ্য হয়নি তার, যিনি ইতালির নাগরিকত্ব পেয়েছেন নানীর মাধ্যমে। এবার ইতালির জাতীয় ফুটবল দলে ডাক পেলেন মেসির দেশে জন্ম নেওয়া এই ফুটবলার।
২০২৪ ইউরো বাছাইপর্বের জন্য দল ঘোষণা করেছেন রবার্তো মানচিনি। তার সেই দলে অ্যাটলেটিকো টাইগ্রেসের স্ট্রাইকার রেতেগুই ছাড়াও ডাক পেয়েছেন অনাভিষিক্ত দুই ফুটবলার- লেখের গোলরক্ষক ভ্লাদিমিরো ফ্যালকোন এবং তুরিনোর ডিফেন্ডার আলেসান্দ্রো বুনজিওরনো।
ইতালি দলে রেতেগুইকে অন্তর্ভূক্ত করার বিষয়ে কোচ মানচিনির ব্যাখ্যা ছিল এমন, ‘আমরা কিছুদিন ধরে রেতেগুইকে অনুসরণ করছি। সে দুই মৌসুম ধরে আর্জেন্টিনা লিগে নিয়মিত খেলছে। তার এমন গুনাবনীল রয়েছে যা বর্তমানে আমাদের দলে অভাব রয়েছে।’
আগামী বৃহস্পতিবার ন্যাপলসে ইংল্যান্ডকে আতিথেয়তা দেবে ইতালি। তারপরে ২৬ মার্চ মাল্টায় যাবে আজ্জুরিরা।
ইতালি দল গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা, ভøাদিমিরো ফ্যালকোন, অ্যালেক্স মেরেট, ইভান প্রোভেডেল ডিফেন্ডার ফ্রান্সেস্কো অ্যাসারবি, লিওনার্দো বোনুচ্চি, আলেসান্দ্রো বুনজিওরনো, মাত্তেও ডারমিয়ান, জিওভানি ডি লরেঞ্জো, ফেদেরিকো ডিমারকো, অ্যালেসিও রোমাগনোলি, জর্জিও স্কালভিনি, লিওনার্দো স্পিনাজোলা, রাফালেন তোলোই মিডফিল্ডার নিকোলো বারেলা, ব্রায়ান ক্রিশ্চিয়ান্তে, ডেভিড ফ্রাত্তেসি, জর্জিনহো, লরেঞ্জো পেলেগ্রিনি, মাত্তেও পেসিনা, সান্দ্রো টোনালি, মার্কো ভেরাত্তি ফরোয়ার্ড ডোমেনিকো বেরার্দি, ফেদেরিকো চেইসা, উইলফ্রেড গনোন্টো, ভিনসেঞ্জো গ্রিফো, সিমোনে পাফুন্ডি, মাত্তেও পলিটানো, মাতেও রেতেগুই, জিয়ানুলাক স্কামাক্কা।
এমএমএ/