নভেম্বরে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল
২০২৬ বিশ্বকাপের জন্য লাতিন অঞ্চলের বাছাইপর্ব শুরু হবে সামনের সেপ্টেম্বরে। চূড়ান্ত দিনক্ষণ নিশ্চিত না করলেও খসড়া সূচি প্রকাশ করেছে সাউথ আমেরিকান ফুটবল বডি কনমেবল। তাতেই জানা গেছে, আগামী নভেম্বরে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল।
দেশের মাটিতে বাছাই মিশন শুরু করবে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ইকুয়েডর। বাছাইয়ে ব্রাজিল তাদের প্রথম ম্যাচে আতিথেয়তা দেবে বলিভিয়াকে। বাছাইয়ের ষষ্ঠ রাউন্ডে সেলেসাওদের আতিথেয়তা নেবে আর্জেন্টিনা, যা মাঠে গড়াবে নভেম্বরে।
আর্জেন্টিনার মাঠে ব্রাজিল খেলবে ২০২৫ সালে। সেটা হবে ১৪তম রাউন্ডের ম্যাচ। সবশেষ বিশ্বকাপ বাছাইয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর একটি ম্যাচ বাতিল হয়েছিল। ওই খেলা মাঠে গড়িয়েছিল। কিন্তু আর্জেন্টিনার খেলোয়াড়দের বিরুদ্ধে কোভিড প্রটোকল লঙ্ঘনের অভিযোগ এনে খেলা বন্ধ করে দেয় ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তারা।
সবার জানা, যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডায় ২০২৬ বিশ্বকাপে খেলবে ৪৮ দল। লাতিনের বাছাইপর্ব শেষে টেবিলের শীর্ষ ছয় দল সরাসরি ওই টুর্নামেন্টে খেলার সুযোগ পাবে। সপ্তম স্থানে থাকা দলকে লড়তে হবে প্লে-অফে। কাতার বিশ্বকাপে এই অঞ্চল থেকে সরাসরি খেলার সুযোগ পেয়েছিল চার দল। পঞ্চম দলকে খেলতে হয়েছিল প্লে-অফ।
এসজি