মেয়াদ বাড়ল ইনফ্যান্তিনোর, ফিফা প্রেসিডেন্ট থাকছেন ২০২৭ পর্যন্ত
বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় ফিফা প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জিয়ান্নি ইনফ্যান্তিনো। দায়িত্ব পালন করবেন ২০২৭ সাল পর্যন্ত। বৃহস্পতিবার রুয়ান্ডার কিগালিতে ৭৩তম ফিফা কংগ্রেসে ২১১ অ্যাসোসিয়েশনের সামনে পুনরায় নির্বাচিত হন সুইস-ইতালিয়ান ফুটবল সংগঠক।
ইনফ্যান্তিনো বলেছেন, ‘ফিফার প্রেসিডেন্টন হওয়া অবিশ্বাস্য সম্মানের, অবিশ্বাস্য একটি সুযোগ। এটি একটি মহান দায়িত্ব। আপনাদের সমর্থন পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞ। আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি ফিফার সেবা চালিয়ে যাব, সারা বিশ্বে ফুটবলকে পরিবেশন করব এবং ফিফার ২১১টি সদস্য সংস্থার সেবা করব।’
ফিফা প্রেসিডেন্ট যোগ করেন, ‘যারা আমাকে ভালোবাসে, আমি জানি এখানে (ফিফা কংগ্রেসে) অনেক আছে এবং যারা আমাকে ঘৃণা করে, আমি জানি কয়েকজন আছে, আমি আপনাদের সবাইকে ভালোবাসি।’
৫২ বছর বয়সী ইনফ্যান্তিনো ২০১৬ সালে সেপ ব্লাটারের স্থলাভিষিক্ত হওয়ার পর বিশ্ব ফুটবল গভর্নিং বডির প্রধান হন। তারপর ২০১৯ সালে তিনি পুনরায় নির্বাচিত হন ২০২৩ সাল পর্যন্ত। ফিফা প্রেসিডেন্ট হওয়ার আগে, ইউরোপিয়ান গভর্নিং বডি উয়েফার অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান হিসেবে ফিফার সংস্কার কমিটিতে ছিলেন ইনফ্যান্তিনো।
ইনফ্যান্তিনো ২০১৬ ফিফা এক্সট্রাঅর্ডিনারি কংগ্রেসে প্রেসিডেন্ট হিসেবে দাঁড়ানোর জন্য উয়েফার নির্বাহী কমিটির সমর্থন পেয়েছিলেন। গত বছরের নভেম্বরে ফিফা নিশ্চিত করেছিল যে এবারের কংগ্রেসেও কোনো প্রতিদ্বন্দ্বী থাকছে না ইনফ্যান্তিনোর। তিনি যদি আরও একবার নির্বাচিত হন তাহলে প্রেসিডেন্ট থাকতে পারবেন ২০৩১ সাল পর্যন্ত।
উল্লেখ, ২০১৫ সালে দুর্নীতির কারণে নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত ব্লাটার ১৭ বছর ফিফা প্রেসিডেন্ট ছিলেন।
এমএমএ/