গার্দিওলার-আনচেলত্তিকে ছাপিয়ে সেরা স্কালোনি
পেপ গার্দিওলার ও কার্লো আনচেলত্তি- দুজনই কিংবদন্তি দুই কোচ। অন্য কোচরাও যাদের আদর্শ মানেন। এমনই দুই লিজেন্ডকে হারিয়ে দিলেন ৪৪ বছর বয়সের লিওনেল স্কালোনি। ২০২২ সালের বর্ষসেরা কোচ হয়েছেন এই আর্জেন্টাইন।
প্রধান কোচ হিসেবে আর্জেন্টিনার ডাগআউটেই প্রথম চাকরি স্কালোনির। কিন্তু তার নামের পাশে যেসব সাফল্য লিখা হয়েছে তা অন্যদের জন্য ঈর্ষণীয় বটে। আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জিতিয়েছেন তিনি। তার কোচিংয়ে লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবলে দ্বিতীয় শিরোপা জিতেছে ফাইনালিসিমায়।
স্কালোনির সবচেয়ে বড় অর্জন বিশ্বকাপ জয়। কাতারে লা আলবিসেলেস্তেদের দীর্ঘ ৩৬ বছর অপেক্ষার অবসান ঘটিয়েছেন তিনি। তার কোচিংয়ে ৪১ ম্যাচ খেলে মাত্র ১টিতে হারের স্বাদ পেয়েছেন আর্জেন্টিনা। এমন সফল কোচকে কোনো দ্বিধা ছাড়াই বর্ষসেরা হিসেবে মেনে নিয়েছেন ভোটাররা।
এদিকে, নারী ক্যাটাগরিতে বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন সারিনা উইগম্যান। তার কোচিং ২০২২ নারী ইউরো জিতেছিল ইংল্যান্ড। সেরা হওয়ার লড়াইয়ে উইগম্যান পেছনে ফেলেছেন অলিম্পিক লিওর সোনিয়া বোম্পাস্টার ও ব্রাজিলের পিয়া সুন্ধাগেকে। তৃতীয়বার এই পুরস্কার জিতলেন উইগম্যান।
এসএন