প্রিমিয়ার লিগে অঘটনের রাত

প্রিমিয়ার লিগ টেবিলে সেরা দশে রয়েছে টটেনহাম হটস্পার এবং চেলসি। অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পেয়ে অবস্থান আরও পোক্ত করার সুযোগ ছিল তাদের সামনে। সেটা তো হলোই না; উল্টো প্রিমিয়ার লিগে অঘটনের রাত উপহার দিয়েছে দুই দল।
টেবিলে সেরা দশের বাইরে থাকা অ্যাস্টন ভিলার কাছে হেরে গেছে পাঁচে থাকা টটেনহাম। ঘরের মাঠে ২-০ গোলে পরাস্ত হয়েছে আন্তেনিও কন্তের শিষ্যরা।
চেলসি অবশ্য হারের স্বাদ পায়নি। তবে তাদের ১-১ গোলে রুখে দিয়েছে অবনমনের শঙ্কায় থাকা নটিংহাম ফরেস্ট!
ব্লুজদের অপ্রত্যাশিত ড্রয়ের কারণ আক্রমণ ভাগের ব্যর্থতা। নটিংহামের মাঠ সিটি গ্রাউন্ডে ম্যাচের ৭২ শতাংশ সময় বল দখলে রাখে চেলসি। এমনকি এগিয়ে যায় ম্যাচের ষোড়শ মিনিটে। দলকে এগিয়ে নেন রাহিম স্টার্লিং। কিন্তু ভালো শুরুর ছন্দ ধরে রাখতে পারেনি অতিথিরা।
বল দখলে একচেটিয়া আধিপত্য বিস্তার করলেও আক্রমণে বেশ পিছিয়ে ছিল অতিথিরা। তাদের ৪ শটের বিপরীতে নটিংহাম নেয় ৯টি! এর একটিতেই গোলের দেখা পায় স্বাগতিকরা। ৬৩ মিনিটে দলকে সমতায় ফেরান সার্জি অরিয়ের। তাতে ম্যাচও শেষ হয় ১-১ সমতায়।
চলতি মৌসুমে ইংল্যান্ডের টপ-ফ্লাইটে এটা চতুর্থ ড্র চেলসির। ১৬ ম্যাচে জয় এসেছে ৭টিতে। সবমিলে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে অবস্থান করছে ব্লুজরা।
অপরদিকে, এখনো অবনমন অঞ্চলে রয়েছে নটিংহাম। ১৭ ম্যাচ শেষে টেবিলের ১৮তম স্থানে থাকা দলটির ঝুলিতে জমা পড়েছে মাত্র ১৪ পয়েন্ট।
লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে টপকে সেরা চারে ওঠার সুযোগ হাতছাড়া করেছে টটেনহাম। ১৭ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে স্পাররা, যারা ছন্দহীন ফুটবলে পথ হারিয়েছে ভিলার বিপক্ষে। হারের ম্যাচে দুটো গোলই দ্বিতীয়ার্ধে হজম করে স্বাগতিকরা।
ম্যাচের ৫০ মিনিটে প্রথম লিড পায় ভিলা। দলকে এগিয়ে নেন এমি বুয়েন্দিয়া। ৭৩ মিনিটে অতিথিদের ব্যবধান দ্বিগুন করেন ডগলাম লুইজ। এই জয়ে ১৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের ১২ নাম্বারে আছে অ্যাস্টন ভিলা।
এমএমএ/
