পেলে ফুটবলের মর্যাদা বৃদ্ধি করেছেন: নেইমার

ফুটবলের রাজা পেলের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র ইনস্টাগ্রামে হৃদয়ছোঁয়া বার্তা দিয়েছেন। নেইমার বলেছেন, ফুটবলের মর্যাদা উন্নীত করেছেন কিংবদন্তি পেলে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দিনগত রাতে ইনস্টাগ্রামে এক পোস্টে পেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ কথা বলেন নেইমার। খবর বিবিসির।
ইনস্টাগ্রামে নেইমার লিখেছেন, পেলের আগে ‘১০’ শুধু একটি সংখ্যা ছিল। যা আমি আমার জীবনে কোথাও না কোথাও পড়েছি। আমি বলব, পেলের আগে ফুটবল ছিল শুধু একটি খেলা। পেলে সবকিছু বদলে দিয়েছেন। তিনি ফুটবলকে শিল্পে, বিনোদনে রূপান্তর করেছেন। তিনি ফুটবল ও ব্রাজিলের মর্যাদা উন্নীত করেছেন, রাজাকে ধন্যবাদ!
নেইমার আরও লেখন, ‘তিনি চলে গেছেন, তার জাদু রয়ে গেছে। পেলে চিরদিনের জন্য।’
এদিকে কিংবদন্তি পেলের মৃত্যুতে আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি, পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো, ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পে পেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে বার্তা দিয়েছেন।
এর আগে বৃহস্পতিবার দিনগত রাত ১টার দিকে এক প্রতিবেদনে পেলের মৃত্যুর খবর জানায় আন্তার্জাতিক সংবাদমাধ্যম বিবিসি। মৃত্যুকালে কিংবদন্তি পেলের বয়স হয়েছিল ৮২ বছর। সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন তার মেয়ে কেলি নাসিমেন্তো। পরে তার অফিশিয়াল অ্যাকাউন্ট থেকেও জানানো হয় এ খবর।
আরএ/
