ডাগআউটে জিদানকে চাইছে ব্রাজিল!

নেইমারদের ব্যর্থতায় পদত্যাগ করেছেন তিতে। সেলেকাওদের ডাগআউটে তার উত্তরসূরী এখনো খুঁজছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। তাতে নেইমারদের নতুন কোচ নিয়ে শোনা যাচ্ছে নিত্যনতুন গুঞ্জন। এরই প্রেক্ষিতে সবশেষ উঠে আসলো জিনেদিন জিদানের নাম!
এল ইকুইপ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, জিদানের প্রতি আগ্রহ দেখিয়েছে ব্রাজিল। ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফ্রান্সের মহানায়ককে নিজেদের ডাগআউটে চায় টুর্নামেন্ট ইতিহাসে সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়নরা। পঞ্চম ব্যক্তি হিসেবে ব্রাজিলের চাকুরির পাওয়ার গুঞ্জনে উঠে এসেছেন জিদান।
এর আগে রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কার্লো আনচেলত্তি এবং রোমা-বস হোসে মরিনহো ছাড়াও মাউরিসিও পচেত্তিনো ও টমাস টুখেলের নামও শোনা গেছে। ফরাসি নিউজিপেপারের মতে, টানা দুই বিশ্বকাপে দল কোয়ার্টার ফাইনালের বাধা টপকাতে ব্যর্থ হওয়ায় বিদেশি কোচ খুঁজছে ব্রাজিল।
সেলেকাওরা সবশেষ বিশ্বকাপ শিরোপা জিতেছে ২০০২ সালে। এরপর মাত্র একবার সেরা চারে ছিল তারা। সেটা ২০১৪ সালে দেশের মাটিতে। রাশিয়া এবং কাতারে টুর্নামেন্টের সবশেষ দুই সংস্করণে শেষ আটে বিদায় নেয় ব্রাজিল। দলকে ব্যর্থতার গণ্ডি থেকে বের করতে ভালো মানের কোচের খোঁজে ফেডারেশন।
ব্রাজিল কর্তৃপক্ষের নজরে তাই জিদান, যিনি এখন ফ্রি এজেন্ট। ২০২১ সালের মে মাসে রিয়াল মাদ্রিদের চাকুরি ছাড়েন ফরাসি কিংবদন্তি। তখন থেকেই মুক্তপাখি জিদান। যদিও তাকে দেখা হচ্ছে দিদিয়ের দেশমের উত্তরসূরী হিসেবে। বলা হচ্ছে, ২০১২ সাল থেকে ফ্রান্সের দায়িত্বে থাকা দেশম তার বর্তমান অধ্যায়ের ইতি টানার দোড়গোড়ায়।
এরপরই কিলিয়ান এমবাপ্পেদের ডাগআউটে দাঁড়াবেন জিদান, যার প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে কোচিং করানোর অভিজ্ঞতা এবং রিয়ালের হয়ে টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ ও দুটো লা লিগা শিরোপা জয়ের কৃতিত্ব রয়েছে।
এমএমএ/
