বিশ্বকাপ ব্যর্থতায় ছিনতাইকারীর রোষানলে তিতে

সময়টা মোটেও ভালো যাচ্ছে না ব্রাজিলের সাবেক কোচ তিতের। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়াশিয়ার বিপক্ষে টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয়েছে ব্রাজিলের। দলের পারফরম্যান্সের কারণে সমালোচিত হতে হয়েছে তিতেকে। একই সঙ্গে হারিয়েছেন কোচের পদ।
এবার দেশে ফিরে অঘটন ঘটল তিতের সঙ্গে। সম্প্রতি রিও ডি জেনেরিওতে ছিনতাইয়ের শিকার হয়েছেন তিনি। তবে কেবল ছিনতাইয়ের শিকার পর্যন্তই সীমাবদ্ধ নয়, বিশ্বকাপ ব্যর্থতার কারণে ছিনতাইকারীর রোষানলে পড়েন তিতে।
ব্রাজিলের গণমাধ্যম ‘ও গ্লোবো’ এক প্রতিবেদনে জানিয়েছে, গত সপ্তাহে ভোরবেলা স্ত্রী রোসম্যারি রিজি বাচিকে নিয়ে রিও’র প্রাইয়া দা বাররা অঞ্চলের সৈকতঘেষা রাস্তায় হাঁটতে বেরিয়েছিলেন তিতে। এসময় সাইকেলে করে ছিনতাইকারী তিতের কাছে এসে তার গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। শারীরিকভাবে হেনস্তার শিকারও হন তিনি।
এদিকে এক বিবৃতিতে চেইন ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত করেছেন তিতে। তবে বিশ্বকাপ ব্যর্থতার কারণে ছিনতাইকারীর তিরষ্কারের বিষয়টি অস্বীকার করেন তিনি।
২০১৬ সালে ব্রাজিলের কোচের দায়িত্ব পান তিতে। তার অধীনে ২০১৯ সালে কোপা আমেরিকা জেতে ব্রাজিল। তবে রাশিয়া ও কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালেই বিদায় নিয়েছে ব্রাজিল।
এসজি
