বিতর্কিত উদযাপন নিয়ে মুখ খুললেন মার্তিনেজ

বিশ্বকাপ জেতার পর আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের একটি উদযাপন বেশ বিতর্কের জন্ম দিয়েছে। তবে এর পক্ষে নিজের যুক্তি তুলে ধরেছেন তিনি। আর্জেন্টাইন গোলরক্ষক বলেন, ফরাসিরা অনেক গালি দিচ্ছিল আমাকে।
মার্তিনেজ বলেন, ‘আমি ওটা করেছি কারণ ফরাসিরা আমাকে গালি দিচ্ছিল, বিরক্ত করছিল। তারা বেশ অহংকারী, অহংকার সব ক্ষেত্রে খাটে না’।
বিশ্বকাপে গোলপোস্টে দুর্দান্ত খেলেছেন মার্তিনেজ। ফ্রান্সের বিপক্ষে ফাইনালে তিনি সেভ করেন ৩টি। কোয়ার্টার ও ফাইনালে টাইব্রেকারেও ঠেকান শট। এ সুবাদে বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরস্কার (গোল্ডেন গ্লাভস) পেয়েছেন মার্তিনেজ।
পুরস্কার নিয়ে মঞ্চ থেকে নামার সময় গোল্ডেন গ্লাভস গোপনাঙ্গের উপর ঠেকিয়ে অশ্লীল ভঙ্গি করেন মার্তিনেজ। তারপর থেকেই সমালোচনার শুরু। মুহূর্তেই সে ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়। শুরু হয় সমালোচনা।
এসজি
