সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ | ১১ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

যেভাবে দেখবেন মেসিদের স্বদেশ প্রত্যাবর্তন

স্বপ্ন সত্য হয়েছে কাতারে। এখন বিশ্বকাপ শিরোপা নিয়ে ফেরার পালা মেসিদের। বিদেশি গণমাধ্যমের তথ্যমতে, ইতোমধ্যে বুয়েনস আইরেসে পা ফেলেছেন বিশ্বকাপজয়ীরা। জেনে নিন, যেভাবে দেখবেন মেসিদের স্বদেশ প্রত্যাবর্তন।

যখন জন্মভূমিতে ফিরবেন বিশ্বজয়ীরা

জানানো হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় ২টা বেজে ২৫ মিনিটে আর্জেন্টিনায় পৌঁছাছে মেসিদের বহনকারী বিমান। বাংলাদেশ সময়ে এটা বেলা ১১টা ২৫ মিনিট। অর্থাৎ ইজিজা বিমানবন্দরে জন্মভূমিতে পা ফেলেছেন বিশ্বকাপজয়ীরা।

লাল কার্পেট মাড়িয়ে উষ্ণ অর্ভ্যথনায় বরণ করে নেওয়া হয়েছে স্কালোনি ও তার শিষ্যদের। বিশেষ এই দিনটা স্মরণীয় করতে রাখতে এবং উদযাপন করতে আর্জেন্টিনা জুড়ে চলছে সাধারণ ছুটি। যেখানে মেসিদের শিরোপা উল্লাসের অংশ হবেন ভক্তরা।

জন্মভূমিতে মেসিরা শিরোপা উল্লাস করবে বুয়েনস আইরেসের ওবেলিস্কোতে। ওবেলিস্কো হলো বুয়েনস আইরেসের প্লাজা দে লা রিপাবলিকাতে অবস্থিত একটি আইকনিক এবং ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ। ১৯৩৬ সালে শহর প্রতিষ্ঠার ৪০০তম বছর উপলক্ষে বৃহৎ স্মৃতিস্তম্ভটি নির্মিত হয়েছিল।

বলা হয়, ওবেলিস্কোতে প্রথমবার আর্জেন্টিনার পতাকা উত্তোলন করা হয়েছিল। বুয়েনস আইরেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তার সংযোগ স্থলে দাঁড়িয়ে আছে শহরের প্রধান দুই স্থাপত্য- অ্যাভেনিডা নাইন ডি হুলিও এবং অ্যাভেনিডা করিয়েন্তেস।

দেশে পৌঁছে বিশ্রাম নিয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসেসিয়েশন (এএফএ) সদর দফতর থেকে রওনা হবেন মেসিরা। বুয়েনস আইরেস শহরে প্রবেশের জন্য ২৫ ডি মায়ে হাইওয়ে ধরে ভ্রমণ করবেন তারা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মেসিদের উদযাপন শুরু হওয়ার কথা রয়েছে। তখন সেখানে সময় হবে সকাল ১০টা ৩০ মিনিট।

যেখানে দেখবেন আর্জেন্টিনার স্বদেশ প্রত্যাবর্তন

আর্জেন্টিনার জনপ্রিয় টেলিভিশন চ্যানেল টিওয়াইসি স্পোর্টস অথবা টিএনটি স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে মেসিদের উদযাপন। বিশ্বজয়ীদের ওবেলিস্কো যাওয়ার দৃশ্য দেখাতে পারে পাবলিক টেলিভিশন চ্যানেল টিভিপি। এ ছাড়া আর্জেন্টিনা টিমের অফিসিয়াল টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব অ্যাকাউন্টে মেসিদের স্বদেশ প্রত্যাবর্তনের আপডেট ক্ষণে ক্ষণে দেওয়া হবে।

কারা যোগ দিবেন মেসিদের উদযাপনে

গোটা আর্জেন্টিনা এখন উদযাপনের অপেক্ষায়। ধারণা করা হচ্ছে, অনেক বিখ্যাত মুখ থাকবে এই জুবলিতে। তবে উপস্থিত থাকছেন না আর্জেন্টিনা প্রেসিডেন্ট অ্যালবার্তো ফার্নান্দেজ। গণ জমায়েত এড়িয়ে চলবেন তিনি। পরবর্তীতে নিজ অফিসে মেসিদের সংবর্ধনা জানাবেন আর্জেন্টিনার প্রধানমন্ত্রী।

আরএ/

Header Ad
Header Ad

আমাদের ব্যর্থতা আছে অস্বীকার করার উপায় নেই: আসিফ নজরুল

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ব্যর্থতার দায় স্বীকার করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, আমাদের ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার কোনো কারণ নাই। আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন যে আমাদের আত্মতুষ্টির সুযোগ নাই।

তবে আমাদের চেষ্টা আছে এবং আত্ম-জিজ্ঞাসা আছে। ব্যর্থতা উত্তরণের জন্য আমাদের প্রচণ্ড চেষ্টা আছে, তাড়না আছে। প্রত্যেকটা ব্যর্থতার ক্ষেত্রে প্রচণ্ড চেষ্টা আছে।

‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ’ বিষয়ক কর্মশালায় যোগদানের পূর্বে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন। আজ সোমবার দুপুরে রাজশাহীর পিটিআই মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।

এ সময় আইন উপদেষ্টা বলেন, আমরা একটা ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি; বিশেষ করে পুলিশ প্রশাসন ও বিচার বিভাগ। সেখান থেকে দাঁড়াতে আমাদের সময় লাগছে।

তিনি আরও বলেন, পতিত ফ্যাসিস্ট শক্তির হাতে হাজার হাজার কোটি টাকা আছে, টাকা থাকলে এবং বদ মতলব থাকলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করা সম্ভব। সে বিষয়টিও দেখা হচ্ছে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কাজ করছেন এবং আমাদের কো-অর্ডিনেশন মিটিংয়েও বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে।

চলমান বিচার পদ্ধতি নিয়ে আসিফ নজরুল বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগের শক্ত প্রমাণ আছে তাদের বিরুদ্ধে যেন যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। আর যারা নির্দোষ তাদের যেন অযথা হয়রানি করা না হয় সে বিষয়টিও সমন্বয় করে দেখার নির্দেশনা দেওয়া হবে।

Header Ad
Header Ad

মিঠাপুকুরে ধর্ষকের গ্রেফতার ও বিচারের দাবিতে সড়ক অবরোধ ও কুশপুত্তলিকা দাহ

ধর্ষকের গ্রেফতার ও বিচারের দাবিতে সড়ক অবরোধ। ছবি: ঢাকাপ্রকাশ

রংপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। রবিবার (২৩ ফেব্রুয়ারি) মিঠাপুকুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, ভূমিহীন সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেছেন।

আন্দোলনকারীরা মিঠাপুকুর উপজেলা চত্বর থেকে মিছিল সহ পদযাত্রা করে মিঠাপুকুর থানায় পৌঁছান এবং সেখান থেকে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন এবং কুশপুত্তলিকা দাহ করেন। এতে ঢাকা-রংপুর মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ধর্ষকের গ্রেফতার, সর্বোচ্চ শাস্তি এবং ধর্ষণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কার্যকরের পাশাপাশি মিঠাপুকুর থানার বর্তমান ওসিকে অপসারণের দাবি জানান।

মিঠাপুকুর থানার বর্তমান ওসিকে অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: ঢাকাপ্রকাশ

পরবর্তীতে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের আশ্বস্ত করার চেষ্টা করেন। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ স্পষ্টভাবে জানিয়ে দেন, যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষক গ্রেফতার না হয়, তবে আরও বড় ধরনের আন্দোলন কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন।

Header Ad
Header Ad

এবার মেহেদি হাসান ও বিপ্লব কুমার চাকরি থেকে বরখাস্ত

যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার ও ট্রাফিকের যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদি হাসান। ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিএমপি) পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (দক্ষিণ) বিপ্লব কুমার সরকার ও ডিএমপির ট্রাফিকের (দক্ষিণ) যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদি হাসানকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারিকৃত সিনিয়র সচিব নাসিমুল গণির সই করা পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ) বিপ্লব কুমার সরকার এবং ডিএমপির ট্রাফিকের (দক্ষিণ) যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসান গত বছরের ৬ আগস্ট থেকে যথাযথ কর্তৃপক্ষকে মৌখিক বা লিখিতভাবে অবহিত না করে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

সেহেতু, বিপ্লব কুমার সরকার এবং এস এম মেহেদী হাসানকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ২ (চ) বিধি অনুযায়ী ২০২৪ সালের ৬ আগস্ট থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

আমাদের ব্যর্থতা আছে অস্বীকার করার উপায় নেই: আসিফ নজরুল
মিঠাপুকুরে ধর্ষকের গ্রেফতার ও বিচারের দাবিতে সড়ক অবরোধ ও কুশপুত্তলিকা দাহ
এবার মেহেদি হাসান ও বিপ্লব কুমার চাকরি থেকে বরখাস্ত
এমসি কলেজ শিক্ষার্থীকে মারধরের ঘটনায় জামায়াত আমিরের দায় স্বীকার  
লালমনিরহাটে জামাত-শিবিরের কলেজ দখলের চেষ্টা
গাইবান্ধায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার  
এলিফ্যান্ট রোডের একটি বাসা থেকে ঢাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চ্যানেল ‘চ্যানেল ওয়ান’ সম্প্রচারে বাধা নেই  
নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভাঙার অভিযোগ  
‘ডু অর ডাই’ ম্যাচে নিউজল্যান্ডের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ
আ:লীগ পাচার হওয়া অর্থ দিয়ে দেশকে অস্থিতিশীল করছে : স্বরাষ্ট্র উপদেষ্টা  
বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে ২০০ ভরি সোনা ছিনতাই    
চট্টগ্রাম কলেজে ছাত্রদলের ওপর ছাত্রশিবিরের হামলা
সেমিফাইনালের পথে ভারত, কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানের হার
নাহিদের পদত্যাগ নিয়ে যা জানা গেল
দুর্ঘটনায় আহত ছেলেকে হাসপাতালে দেখতে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল মায়ের
অতিরিক্ত দুশ্চিন্তা দ্রুত মৃত্যু ডেকে আনে!
জীবন থাকতে কোনো স্থানীয় নির্বাচন করতে দেওয়া হবে না: ইঞ্জিনিয়ার ইশরাক
২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা, সরকারি ছুটি নিয়ে যা জানা গেল!
ঢাবির মধুর ক্যান্টিনে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন, ছাত্রদলের নিন্দা