মেসি সর্বকালের সেরা!

অলঙ্কৃত ক্যারিয়ারের একমাত্র অধরা পুরস্কারটি ছিল বিশ্বকাপ। অবশেষে সেটাও অর্জন করলেন লিওনেল মেসি। আরবদের ঐতিহ্যবাহী আলখাল্লা গায়ে এই আর্জেন্টাইন জাদুকর তুলে ধরেন স্বর্ণের শিরোপা। মেসি যখন বিশ্বকাপ ট্রফিটি তুলে ধরেন তখন পুরো স্টেডিয়ামজুড়ে সমর্থকদের উল্লাস-উন্মাদনা। মেসি তার স্বপ্ন পূরণ করেছেন বিশ্বকাপের শিরোপা জিতে।
বর্ণাঢ্য ক্যারিয়ারে বার্সেলোনার হয়ে ১০টি স্প্যানিশ লিগ শিরোপা, ৪টি চ্যাম্পিয়নস লিগ, ৭টি ব্যালন ডি'অর, একটি কোপা আমেরিকা ও ফরাসি ক্লাবের হয়ে ফ্রেঞ্চ লিগ শিরোপার সঙ্গে এবার ঝুলিতে ভরলেন বিশ্বকাপ।
প্রত্যেক প্রজন্মেই সেরা খেলোয়াড়দের নিয়ে চলে তর্ক-বিতর্ক। মেসি যে সর্বকালের সেরা ফুটবলার সেই বিতর্কের মীমাংসা যেন হয়ে গেল এক বিশ্বকাপের ট্রফিতেই। কোটি কোটি ভক্ত এই ট্রফিকে ঘিরেই সর্বকালের সেরা ফুটবলার বাছাই করে যেন বিতর্কের অন্ত ঘটাল।
২০১৪ সালের বিশ্বকাপে জার্মানির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল আর্জেন্টিনার। তবে এবার সমর্থকদের স্বপ্নভঙ্গ হতে দেননি মেসি। শিরোপা জয়ের পথে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। বিশ্বকাপের শিরোপা জয়ের পাশাপাশি একমাত্র ফুটবলার হিসেবে জিতেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় গোল্ডেন বলের পুরস্কার।
সবকিছু মিলিয়ে মেসি এখন বিশ্বকাপজয়ী। যা তাকে সর্বকালের সেরা খেলোয়াড়ের আসনে অধিষ্ঠিত করেছে।
এসজি
