‘ট্রফির সঙ্গে ম্যারাডোনা ও মেসিকে দেখা অবিশ্বাস্য’

বিশ্বকাপ ট্রফির সঙ্গে ডিয়েগো ম্যারাডোনার ছবি দেখেই তিনটি যুগ কাটিয়ে দিয়েছে আর্জেন্টাইনরা। এবার ট্রফিতে লেখা হলো লিওনেল মেসি নামও। একই ট্রফির সঙ্গে ম্যারাডোনা ও মেসিকে দেখা হবে অবিশ্বাস্য-এমনটাই জানালেন পাবলো জাবালেতা।
ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকার জিতে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পরই বিবিসিকে নিজের প্রতিক্রিয়া জানান জাবালেতা। সাবেক আর্জেন্টাইন রাইট-ব্যাক বলেন, ‘আমি শুধু মেসির দিকে তাকিয়ে ছিলাম এবং আমি জানি খেলোয়াড়দের জন্য এর অর্থ কী।’
১২০ মিনিটে ৬ গোলের থ্রিলার। এরপর টাইব্রেকার। এমন ম্যাচের প্রশংসা না করেও থাকতে পারেননি জাবালেতা। তিনি বলেন, ‘ফ্রান্স এবং এমবাপে ভালো করেছে। দুর্দান্ত ম্যাচের জন্য সবাইকে ধন্যবাদ, আমরা সত্যিই এটি উপভোগ করেছি।’
পুরনো দিনের কথা স্মরণ করে সাবেক এই ফুটবলার বলেন, ‘আমি সেই যুব দলের অংশ ছিলাম, যখন মেসি প্রথমবার জাতীয় দলে খেলতে এসেছিল। সে তার দেশ, আবেগ এবং শ্রদ্ধার প্রতিনিধিত্ব করতে এসেছিল, যা সে সর্বদা তার দেশের জন্য দেখিয়েছে এবং আমাদের এটিকে সম্মান করতে হবে।’
জাবালেতা যোগ করেন, ‘(বিশ্বকাপের ফাইনাল শেষে) সবাই শুধু কাঁদছে এবং তাকে একটি বড় আলিঙ্গন দিচ্ছে কারণ তিনি সেই খেলোয়াড়দের মধ্যে একজন যে সত্যিই এটির যোগ্য। আমরা বিশ্বকাপ ট্রফির সঙ্গে সর্বকালের সেরা দুই খেলোয়াড় ম্যারাডোনা এবং মেসির ছবি দেখতে পাব। আমরা সত্যিই ভাগ্যবান।’
/এএস
