ফ্রান্স না আর্জেন্টিনা, শিরোপা হবে কার?
প্রস্তুত লুসাইল আইকনিক স্টেডিয়াম। অপেক্ষায় ফ্রান্স ও আর্জেন্টিনা। এই ভেন্যুতে আজ (১৮ ডিসেম্বর) বিশ্বকাপের ফাইনাল খেলবে ফ্রান্স ও আর্জেন্টিনা। দুই দলের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯ টায়। শিরোপা হবে কার? এটাই এখন কোটি টাকার প্রশ্ন।
দারুণ মিল রেখেই ফিফা মেগা ইভেন্টে শিরোপার লড়াইয়ে দুই মহাদেশের দুই পরাশক্তি। ফাইনাল নিশ্চিতের পথে দুই দল হেরেছে ১টি করে ম্যাচ। আর্জেন্টিনার শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। লিওনেল মেসি ও তার বাহিনী টুর্নামেন্ট শুরু করে সৌদি আরবের কাছে হেরে। ফ্রান্স নকআউট পর্ব নিশ্চিতের পর গ্রুপপর্বের শেষ ম্যাচে তিউনিসিয়ার কাছে হারে দ্বিতীয় সারির দল নামিয়ে। সে সবই এখন অতীত। বর্তমান হলো- আরও একবার স্বপ্নের ফাইনালে মেসি ও এমবাপেরা।
ব্যাক-টু-ব্যাক বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স। গত আসরে শিরোপা উল্লাসে মেতেছিলেন এমবাপেরা। পিএসজি তারকার নৈপুণ্যে কাতারেও শিরোপা জয়ের দোরগোড়ায় ফরাসিরা। আর্জেন্টিনা ৮ বছরে ফাইনাল খেলবে দ্বিতীয়বার। ২০১৪ সালে আলবিসেলেস্তেদের ফাইনালে তুলেছিলেন মেসি। কিন্তু জার্মানির কাছে হেরে শিরোপার খুব কাছ থেকে ফেরত আসতে হয় ক্ষুদেরাজকে।
এবার ঘোষণ দিয়েই শেষ বিশ্বকাপ খেলতে নেমেছেন মেসি। দলকে তুলেছেন টুর্নামেন্টের চূড়ায়। এখন শেষ হাসি হাসার মিশন নিয়ে ক্লাব সতীর্থ এমবাপের মুখোমুখি হবে আর্জেন্টিনার প্রাণভোমরা। দু'জনই এখন পর্যন্ত টুর্নামেন্টে ৫টি করে গোল করেছেন। দুই দলের পথ চলাটাও প্রায় একই। এখন পর্যন্ত ১৩ ও ১২টি গোল করেছে যথাক্রমে ফ্রান্স এবং আর্জেন্টিনা। বিপরীতে দুই ফাইনালিস্টই হজম করেছে ৫টি করে গোল। তবে আর্জেন্টিনা ক্লিনশিট রাখতে পেরেছে ৩ ম্যাচে, ফ্রান্স ১টিতে।
টুর্নামেন্টজুড়ে প্রতিপক্ষের গোলমুখে ভীতি ছড়িয়েছেন মেসি-এমবাপেরা। এখন অবধি ৯১টি শট নিয়েছে ফরাসিরা, যার মধ্যে ৩০টি ছিল লক্ষ্যে। আর্জেন্টিনার ৮৩ শটের ৩৯টি গোলমুখ বরাবর। এক কথায়, ভয়ডরহীন ফুটবল খেলেই টুর্নামেন্টের শেষ ম্যাচে খেলার টিকিট কেটেছে দুই দল। তাই বলাই যায়, আজকের ফাইনালে জমজমাট লড়াই উপহার পেতে চলেছেন ভক্তরা। যেমনটা মিলেছিল বিশ্বকাপের সবশেষ সংস্করণে।
২০১৮ সালেও বিশ্বমঞ্চে মুখোমুখি হয়েছিল ফ্রান্স ও আর্জেন্টিনা। রাশিয়ায় শেষ ষোলোর ওই ম্যাচে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। শেষতক ৭ গোলের থ্রিলার জিতেছিল ফ্রান্স (৪-৩) এবং বিদায় ঘণ্টা বেজেছিল আলবিসেলেস্তেদের। আজ ক্ষতে প্রলেপ দেওয়ার পালা তাদের। যদি ওই হারের বদলা নিতে পারে আর্জেন্টাইনরা, তবে বিশ্বমঞ্চে সেরা সমাপ্তি টানবেন মেসি।
হাইভোল্টেজ ম্যাচটির আগে চোটমুক্ত দুই ফাইনালিস্ট। হ্যাঁ, ভাইরাস জ্বরে বিপাকে পড়েছিল ফরাসিরা। তাদের পাঁচ ফুটবলার হোটেলবন্দী হয়েছিল। যাদের প্রত্যেকে এখন সুস্থ। ফাইনালের আগদিন স্কোয়াডে থাকা সবাইকে অনুশীলনে পেয়েছেন দিদিয়ের দেশম। লিওনেল স্কালোনিও দিয়েছেন সুখবর। সেটা হলো- বিশ্বকাপে মেসির শেষ ম্যাচে উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়াকে পাচ্ছে আর্জেন্টিনা।
এসজি