যেভাবে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ফুটবলের খুঁদে জাদুকর মেসি। তিনি নিজে খেলেছেন কিন্তু শিরোপা জিততে পারেননি-এমন আসর বিশ্বকাপ ফুটবল ছাড়া বিশ্বে দ্বিতীয়টি নেই। সেই খুঁদে জাদুকর এবার খেলছেন নিজের শেষ বিশ্বকাপ। এর আগে চারটি বিশ্বকাপ তাকে খালি হাতে ফিরিয়ে দিয়েছে। এর মাঝে শুধু ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপ ফুটবলে তিনি ফাইনালে উঠতে পেরেছিলেন। কিন্তু জার্মানির কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল।
রাশিয়া বিশ্বকাপে ২০১৮ সালে শেষ ষোল থেকেই বিদায় নিতে হয়েছিল মেসিকে। এবার কাতার বিশ্বকাপ। মেসির শেষ বিশ্বকাপ। এই খুঁদে জাদুকরের হাতে উঠবে কি দূর আকাশে চাঁদ হয়ে থাকা বিশ্বকাপ ফুটবলের ট্রফি? শঙ্কার দোলাচলে দুলতে দুলতে এক সময় শুরু হয় মেসির মিশন। কিন্তু শুরুতেই বিশাল এক হোঁচট। গ্রুপ পর্বে প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে ২-১ গোলে হার । অঘটন ঘটতেই পারে। তাই বলে মেসির ক্ষেত্রে। যার আবার শেষ বিশ্বকাপ। এই এক হারেই মেসির শিরোপা জয়ের পথে বিশাল এক দাড়ি এঁকে দিয়েছিল। শিরোপা জয় আপাতত পরের বিষয়, নকআউট পর্বে যেতে পারবেতো আর্জেন্টিনা! এমন প্রশ্নই তখন সর্বত্রেই ঘুরপাক খাচ্ছিল। শেষ ষোলতে যেতে হলে গ্রুপ পর্বের পরের দুই ম্যাচ মেক্সিকো ও পোল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনাকে জিততেই হবে। এর কোনও বিকল্প নেই।
যে দলকে নিয়ে সবাই শিরোপা জয় স্বপ্নে বিভোর, সেই দলই কিনা নকআউট পর্বে যাওয়ার হিসেব-নিকাশের সমীকরণে! ভক্ত সমর্থকরা কিছুতেই অংক মেলাতে পারছিলেন না। তবে মনে মনে অংক ঠিক মিলিয়ে নিয়েছিলেন মেসি। সৌদি আরবের কাছে এমন একটি হারই যেন তাকে আরও বেশি করে তাতিয়ে দিয়েছিল। যার প্রতিফলন দেখা যায় গ্রুপ পর্বের দুই ম্যাচে। দুটি দলকেই আর্জেন্টিনা বধ করে ২-০ গোলের ব্যবধানে। দুটি ম্যাচেই মেসি ছিলেন অপ্রতিরোধ্য। নিজে গোল করেছেন আবার অন্যকে দিয়ে করিয়েছেন।
মেক্সিকোর বিপক্ষে জয়ে প্রথম গোল আসে মেসির মাধ্যমে। পরেরটি করেন ফার্নান্ডেজ। পোল্যান্ডের বিপক্ষে মেসি প্রথমে পেনাল্টি মিস করলেও আ্যলিস্টের ও আলভারেজের গোলে আর্জেন্টিনা ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পৌঁছে যায় নকআউট পর্বে। সবাই যেন হাফ ছেড়ে বাঁচেন। এবার শুরু হয় আবার শিরোপা জয় স্বপ্ন। যেটি আড়ালে চলে গিয়েছিল সৌদি আরবের কাছে হারাতে।
নকআউট পর্বে আর্জেন্টিনার সামনে প্রথম বাঁধা ছিল অস্ট্রেলিয়া। ২-১ গেলে জেতা ম্যাচে প্রথম গোলটি ছিল মেসির, অপরটি আলভারেজের। শেষ ষোলর বাঁধা পেরিয়ে নকআউট পর্বে আর্জেন্টিনা পায় নেদারল্যান্ডসকে। মলিনা ও মেসির গোলে আর্জেন্টিনা ২-০ ব্যবধানে এগিয়ে থাকার পরও খেলা ২-২ গোলে ড্র থাকে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময় পর্যন্তও। পরে টাইব্রেকারে আর্জেন্টিনা জয়ী হয় ৪-৩ গোলে।
এরপর সেমিফাইনাল। এখানে আর্জেন্টিনার প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। গতবার রাশিয়া বিশ্বকাপে এই ক্রোয়েশিয়ার কাছে গ্রুপ পর্বে আর্জেন্টিনা হেরেছিল ৩-০ গোলে। সেই হারের বদলা নেয় আর্জেন্টিনা একই ব্যবধানে ম্যাচ জিতে ফাইনালে উঠে।
গতবার আর্জেন্টিনা শেষ ষোলতে হেরেছিল ফ্রান্সের কাছে ৪-৩ গোলে। মেসির স্বপ্ন পূরণের পথে শেষ বাঁধা। ক্রোয়েশিয়ার মতো রাশিয়া বিশ্বকাপে হারের বদলা নিতে পারলে পূরণ হবে মেসির স্বপ্ন। হাসবে ফুটবল বিশ্ব।
এমপি/এসআইএইচ