ফাইনালের আগেই উত্তেজনায় ফুটছেন রেফারি
কাতার বিশ্বকাপের ফাইনাল। মুখোমুখি আর্জেন্টিনা ও ফ্রান্স। গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, আর্জেন্টিনার গায়ে লাতিন আমেরিকার চ্যাম্পিয়নের তকমা। সব মিলিয়ে কাতার বিশ্বকাপের ফাইনালটা হবে জম্পেশ, তা অনুমেয়। এমন রুদ্ধশ্বাস ম্যাচ পরিচালনা করবেন পোল্যান্ডের রেফারি সিমন মার্চিনিয়াক। ম্যাচের আগে উত্তেজনায় ফুটছেন তিনি। মেসি-এমবাপ্পেদের ম্যাচ পরিচালনা করা যেমন চ্যালেঞ্জের তেমন রোমাঞ্চেরও।
চলতি বিশ্বকাপে এর আগেও দুই ম্যাচ পরিচালনা করেছেন মার্চিনিয়াক। গত ২৬ নভেম্বর গ্রুপ পর্বে ফ্রান্স-ডেনমার্ক ম্যাচ ও ৩ ডিসেম্বর শেষ ষোলোয় আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচের দায়িত্বে ছিলেন তিনি। দুটি ম্যাচেই ফ্রান্স ও আর্জেন্টিনা জিতেছিল ২-১ ব্যবধানে।
ফুটবলার হিসেবে খেলতে না পারলেও একটি বিশ্বকাপের ফাইনালে তিনি থাকছেন দায়িত্বে, তাতেই বেশ উত্তেজিত মার্চিনিয়াক। তিনি বলেছেন, ‘বিষয়টি বেশ ভালো লাগছে। শৈশব থেকে এটা আমার স্বপ্ন ছিল। একজন তরুণ ফুটবলার হিসেবে আমি ফাইনালে খেলার স্বপ্ন দেখতাম। এখন আমাকে রেফারি হিসেবে ফাইনালে দায়িত্ব পালন করতে হবে। আমার কাছে চ্যাম্পিয়ন হওয়ার মতোই লাগছে।’
ফাইনালে তার থাকতে হবে সতর্ক দৃষ্টি। যা বেশ চ্যালেঞ্জের। তিনি বলেন, ‘দারুণ একটি ম্যাচের প্রত্যাশা করছি। আর্জেন্টিনা ও ফ্রান্স দলে বড় তারকারা রয়েছে, যারা যেকোনো সময় অসাধারণ কিছু করে ফেলতে সক্ষম। তাই আমাকে ম্যাচের প্রতিটি সেকেন্ডে মনোযোগী থাকতে হবে।’
মার্চিনিয়াকের ক্যারিয়ারের শুরুটা ছিল ফুটবলার হিসেবে। তবে বেশি দূর এগোতে পারেননি। ২১ বছর বয়সে নাম লেখান রেফারিংয়ে। রেফারি হিসেবে ফিফার তালিকাভুক্ত হন ২০১১ সালে।
এমপি/এসআইএইচ