রবিবার, ৯ মার্চ ২০২৫ | ২৪ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

ক্রোয়েশিয়া-মরক্কোর তৃতীয় হওয়ার লড়াই

মুখোমুখি লড়াই দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল ক্রোয়েশিয়া এবং মরক্কো। টুর্নামেন্ট থেকে বিদায়ের আগেও দেখা হচ্ছে দুই দলের। আজ খলিফা স্টেডিয়ামে তৃতীয় হওয়ার লড়াইয়ে লড়বে তারা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

বড় স্বপ্ন আগলে গ্রুপপর্বে মুখোমুখি হয়েছিল ক্রোয়েশিয়া-মরক্কো। যদিও জয় দিয়ে টুর্নামেন্ট শুরুর সৌভাগ্য হয়নি কারোই। গোলশূন্য ড্র করেছিল তারা। শুরুতে আশাহত হলেও আসরজুড়ে আলো ছড়িয়েছে দুই দল। খেলেছে সেমিফাইনাল। এরপর ফাইনাল খেলার স্বপ্নভঙ্গ হয়েছে। সেরা চারে ক্রোয়েশিয়াকে থামিয়ে দিয়েছে আর্জেন্টিনা।

মরক্কোর স্বপ্নযাত্রার ইতি টানে ফ্রান্স। ভগ্ন হৃদয়ে তৃতীয় স্থান প্লে-অফে মুখোমুখি হবে হেরে যাওয়া দুই সেমিফাইনালিস্ট। বিশ্বকাপে দলের শেষ ম্যাচের আগে ফিফা নিয়ম মেনেই শুক্রবার সংবাদ সম্মেলনে হাজিরা দেন দুই কোচ। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ জয়ের পরিকল্পনা করার বিপরীতে ফাইনাল না খেলার আক্ষেপে পুড়ছেন তারা।

মরক্কো কোচ ওয়ালিদ রেগ্রাগুই বলেছেন, ‘বুঝতে পারছি যে চতুর্থ না হলে তৃতীয় হওয়াটা গুরুত্বপূর্ণ কিন্তু আমরা ফাইনালে উঠতে পারিনি। আমরা রবিবার ফাইনাল খেলতে চেয়েছিলাম, শনিবার খেলতে চাইনি।’ তবে শিষ্যদের নিয়ে গর্বের অন্ত নেই কোচের।

মরক্কো কোচ বলেছেন, ‘আপনি যদি কোনো মরক্কোর ভক্তকে বলেন যে আমরা ১৭ ডিসেম্বর আমাদের সপ্তম ম্যাচ খেলব, তারা গর্বিত হবে। মরক্কো ২০ বছরে ছয়টি বিশ্বকাপ ম্যাচ খেলেছে। এখন আমরা এক মাসে ছয়টি ম্যাচ খেলেছি, এটা অমূল্য। মনে হচ্ছে আমরা দুটো বিশ্বকাপ বা তারও বেশি খেলেছি, এটা অভিজ্ঞতার দৃষ্টিকোণ থেকে সুন্দর।’

ইতিহাস বলছে, কখনোই ফল হয়নি ক্রোয়েশিয়া-মরক্কো ম্যাচে। দুই দল এখন পর্যন্ত দুবার মুখোমুখি হয়েছে। প্রথমবার ১৯৯৬ সালের ডিসেম্বরে। সেবার ২-২ গোলে ড্র করেছিল তারা এবং চলতি টুর্নামেন্টে করে গোলশূন্য ড্র। এ যাত্রায় অবশ্য সেই সুযোগ থাকছে না।

প্লে-অফে ফল আসবেই। প্রয়োজনে অতিরিক্ত সময় হয়ে ম্যাচ গড়াবে টাইব্রেকারে। এমন লড়াই নিয়ে সতর্ক রেগ্রাগুই, ‘আমরা জানতাম ক্রোয়েশিয়া প্রতিযোগিতার অন্যতম সেরা দল হতে চলেছে। (গ্রুপ পর্বের) ম্যাচে অনেক দ্বিধা ছিল। উভয় দলই শনিবার জিততে চাইবে। এটি একটি দুর্দান্ত ম্যাচ হবে।’

সতর্ক থাকছেন দালিচও, ‘এক মাসেরও কম সময়ের মধ্যে এটি আমাদের সপ্তম ম্যাচ। আমরা ক্লান্ত এবং নিঃশেষ হয়ে গেছি। দলে ইনজুরি আছে—গ্যাভার্দিওল, জুরানোভিচ, ব্রোজোভিচ। দেখা যাক কী হয়। কিছু না কিছু তো সবসময় ঘটে। তাই আমরা সতর্ক থাকব।’

বিশ্বকাপে এ নিয়ে দ্বিতীয়বার তৃতীয় হওয়ার লড়াইয়ে লড়বে ক্রোয়েশিয়া। ১৯৯৮ সংস্করণেও সেমিফাইনালে হেরেছিল ক্রোয়াটরা। পরে আসর শেষ করেছিল তৃতীয় হয়ে। সেই প্রসঙ্গ সামনে তুলে ক্রোয়াট কোচ বলেন, ‘১৯৯৮ সালে ক্রোয়েশিয়া প্রথম পদক পেয়েছিল। তখন আমরা কেবলমাত্র স্বাধীনতা অর্জন করেছিলাম। তাই ওই অর্জন একটি উজ্জ্বল সময়ের সূচনা ছিল।’

দালিচ যোগ করেন, ‘এখন বিষয়টা ভিন্ন। আমরা একটি রৌপ্য পদক জিতেছি এবং আরও কিছু করেছি। এই বিশ্বকাপের অর্থ অনেক এবং আমরা চাই আমাদের মানুষ আমাদের নিয়ে গর্ব করুক। ১৯৯৮ সালও গুরুত্বপূর্ণ ছিল কারণ ওটা ছিল প্রথম। আগামীকালও একই অর্জন সম্ভব। আমরা একটি ছোট দেশ কিন্তু আমরা অনেক কিছু অর্জন করি।’

আরএ/

Header Ad
Header Ad

পাকিস্তানকে বড় ধরনের সুখবর দিল চীন

ছবি: সংগৃহীত

চীন সম্প্রতি পাকিস্তানের $২ বিলিয়ন ঋণ মওকুফ করেছে, যা দেশটির অর্থনৈতিক অবস্থার উন্নতিতে গুরুত্বপূর্ণ সহায়ক হবে। পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা খুররম শেহজাদ শনিবার (৯ মার্চ) রয়টার্সকে পাঠানো এক টেক্সট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

পাকিস্তান বর্তমানে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে $৭ বিলিয়ন বেইলআউট প্যাকেজের আওতায় তার আর্থিক সংকট মোকাবিলা করছে। ঋণের প্রথম কিস্তি পর্যালোচনার পর্যায়ে রয়েছে, যা সফল হলে পাকিস্তান অতিরিক্ত $১ বিলিয়ন সহায়তা পেতে পারে।

বিশ্লেষকদের মতে, এই চীনা সহায়তা পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, আন্তর্জাতিক অর্থনৈতিক সহায়তা পাওয়া আইএমএফ ঋণের অনুমোদনের জন্য একটি মূল শর্ত ছিল। পাকিস্তান ২০২৫ অর্থবছরে $২২ বিলিয়ন বৈদেশিক ঋণ পরিশোধে বাধ্য, যার মধ্যে প্রায় $১৩ বিলিয়ন দ্বিপাক্ষিক আমানতের অংশ।

বিশ্ব অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, চীনের এই ঋণ মওকুফ পাকিস্তানের অর্থনীতিকে কিছুটা স্বস্তি দেবে, তবে দেশটির দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতার জন্য আরও কার্যকর অর্থনৈতিক সংস্কার প্রয়োজন।

Header Ad
Header Ad

টাঙ্গাইলে যৌথ সংবাদ সম্মেলন: চার দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের আন্দোলন

ছবি : ঢাকাপ্রকাশ

টাঙ্গাইলে চার দফা দাবির বাস্তবায়ন চেয়ে যৌথভাবে সংবাদ সম্মেলন করেছে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন (বিডিএমএ), ডিপ্লোমা মেডিকেল প্রাইভেট প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশন (বিডিএমপিপিএ) ও ম্যাটস শিক্ষার্থী পরিষদ।

রোববার (৯ মার্চ) টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন টাঙ্গাইল ডিপ্লোমা অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ডা. আব্দুল বাতেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শিক্ষা পরিসংখ্যান ২০২২ ও বিএমডিসির সর্বশেষ তথ্যমতে দেশে ডিপ্লোমা শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৬০ হাজার এবং বিএমডিসি নিবন্ধিত ডিএমএফ চিকিৎসক ৩০ হাজার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, বর্তমানে ৫৫ হাজার ডিপ্লোমা চিকিৎসক (ডিএমএফ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে কর্মরত।

ডা. আব্দুল বাতেন বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরও ম্যাটস শিক্ষার্থীরা নানা বৈষম্যের শিকার। দীর্ঘ একযুগ ধরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের দুই হাজারের বেশি শূন্যপদ থাকলেও নিয়োগ বন্ধ রয়েছে। এতে প্রান্তিক জনগোষ্ঠী চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে এবং ম্যাটস পাস করা শিক্ষার্থীরা বেকার হয়ে পড়ছে।

তিনি আরও বলেন, এসএসসি পাস করার পর চার বছর মেয়াদি মেডিকেল ডিপ্লোমা কোর্স (ম্যাটস) করা শিক্ষার্থীদের পুনরায় স্কুল নামের প্রতিষ্ঠানে ভর্তি হতে হয়, যা অসংগতিপূর্ণ। সাধারণত স্কুলের পর কলেজে ভর্তি হওয়ার নিয়ম থাকলেও দেশের ১৬টি সরকারি ও ২০০টি বেসরকারি ম্যাটসের শিক্ষার্থীদের স্কুল পাসের পর আবার স্কুলে ভর্তি হতে বাধ্য করা হচ্ছে।

ম্যাটস শিক্ষার্থীদের চার দফা দাবি
১. শূন্যপদে নিয়োগ প্রদান এবং কমিউনিটি ক্লিনিকসহ সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন পদ সৃষ্টি।
২. প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে কারিকুলাম সংশোধন ও ইন্টার্নশিপ লগবুক প্রণয়ন।
৩. বিএম অ্যান্ড ডিস স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ প্রদান।
৪. অ্যালাইড হেলথ প্রফেশনাল বোর্ডের পরিবর্তে 'মেডিকেল এডুকেশন বোর্ড' নামকরণ ও সংশোধনী বাস্তবায়ন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিডিএম’র টাঙ্গাইল শাখার উপদেষ্টা ডা. দেলোয়ার হোসেন, প্রাক্তন সভাপতি ডা. সিআর দাস, বিডিএম’র কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. আশরাফুজ্জামান, ডা. মোতালেব হোসেন, ডা. শিপলু, ডা. সোহেল রানা এবং ছাত্র প্রতিনিধি সৈকত জাহান আকাশ। এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

ম্যাটস শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার ও কর্মসংস্থানের দাবি আদায়ে প্রয়োজনে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

Header Ad
Header Ad

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা তার পরিবারের সদস্য বা তার সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে।

রোববার (৯ মার্চ) প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে জানানো হয়, নৌবাহিনীর ৩টি, বিমানবাহিনীর ৩টি, সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের ১টি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ১টিসহ মোট ৮টি সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে।

যেসব স্থাপনার নাম পরিবর্তন করে নতুন নাম দেওয়া হয়েছে সেগুলো হলো-

১. চট্টগ্রাম নিউ মুরিংয়ের বানৌজা বঙ্গবন্ধুর নাম পরিবর্তন করে বানৌজা খালিদ বিন ওয়ালিদ;

২. ঢাকার খিলক্ষেত নামাপাড়ায় বানৌজা শেখ মুজিবের নাম পরিবর্তন করে বানৌজা ঢাকা;

৩. কক্সবাজারের পেকুয়ায় বানৌজা শেখ হাসিনার নাম পরিবর্তন করে বানৌজা পেকুয়া;

৪. ঢাকা সেনানিবাসের কুর্মিটোলায় বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি, বঙ্গবন্ধু–এর নাম পরিবর্তন করে বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম একে খন্দকার।

৫. ঢাকা সেনানিবাসের কুর্মিটোলায় বিমানবাহিনীর বঙ্গবন্ধু অ্যারোনটিক্যাল সেন্টারের নাম পরিবর্তন করে বাংলাদেশ অ্যারোনটিক্যাল সেন্টার।

৬. যশোরের বিএএফ একাডেমিতে বিএএফএ বঙ্গবন্ধু কমপ্লেক্সের নাম পরিবর্তন করে বিএএফএ কমপ্লেক্স।

৭. ঢাকার মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের শেখ হাসিনা কমপ্লেক্সের নাম পরিবর্তন করে ডিএসসিএসসি কমপ্লেক্স।

৮. ঢাকার শের-ই-বাংলা নগরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গণভবন কমপ্লেক্সে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের নাম পরিবর্তন করে প্রতিরক্ষা জাদুঘর করা হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

পাকিস্তানকে বড় ধরনের সুখবর দিল চীন
টাঙ্গাইলে যৌথ সংবাদ সম্মেলন: চার দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের আন্দোলন
সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন
কৃষি গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় বৈষম্যের অভিযোগ
ঈদযাত্রার ট্রেনের আগাম টিকিট ১৪ মার্চ থেকে, শতভাগ অনলাইনে
ছাত্রদলের কর্মসূচির প্রশংসা করলেন শিবির সভাপতি
আমার কাছে শাকিবই শাহরুখ খান: অপু বিশ্বাস
মব জাস্টিস যেখানে, গ্রেপ্তার সেখানেই: তথ্য উপদেষ্টা
মুচলেকা দিয়ে ছাড়া পেলেন সাবেক এমপি’র বাসা দখল করা ‘সমন্বয়ক’
ধর্ষণ মামলার তদন্ত ১৫ দিনে, বিচার শেষ করতে হবে ৯০ দিনের মধ্যে: আইন উপদেষ্টা
ধর্ষণ প্রতিরোধে নারীদের কারাতে শেখার আহ্বান চিত্রনায়ক রুবেলের
সারা দেশে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের তালিকা প্রস্তুত করছে পুলিশ
আদালতে তোলার সময় ‘ধর্ষক’কে গণধোলাই
মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ
ধর্ষণ-নিপীড়ন ইস্যুতে ছাত্রদলের নতুন কর্মসূচি
ছাত্রীকে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার শিক্ষক বললেন ‘শয়তানের প্ররোচনায়’
বনশ্রীতে স্বর্ণ ডাকাতি মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের নেতা
সাবেক এমপির বাড়িকে পাগলাগারদ বানানো হলো না ‘সমন্বয়কের’(ভিডিও)
ধর্ষণের শিকার শিশুটির সব ছবি অপসারণ করতে হাইকোর্টের নির্দেশ
মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে সিএমএইচে স্বরাষ্ট্র উপদেষ্টা