পর্তুগাল-সান্তোসের সম্পর্কচ্ছেদ
পর্তুগালের কোচের পদ ছেড়েছেন ফার্নান্দো সান্তোস। এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। গোল ডটকম তাদের প্রতিবেদনে জানিয়েছে, কোচকে ছাঁটাই করেছে পর্তুগাল ফুটবল অ্যাসোসিয়েশন (এফপিএফ)। বিষয়টি নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকলেও পর্তুগাল-সান্তোসের সম্পর্কচ্ছেদ হওয়ার তথ্য শতভাগ নিশ্চিত।
কাতার বিশ্বকাপে অঘটনের শিকার হয়ে বিদায় নিয়েছে পর্তুগাল। কোয়ার্টার ফাইনালে তারা মরক্কোর কাছে হেরেছে ১-০ ব্যবধানে। বিশ্বমঞ্চে দলের ব্যর্থতা এবং ক্রিশ্চিয়ানো রোনালদোকে বেঞ্চে বসিয়ে রাখার চড়ামূল্য দিতে হয়েছে কোচকে। তাতে শেষ হলো পর্তুগাল-সান্তোসের ৮ বছরের পথচলা।
দীর্ঘ পথচলায় জাতীয় দলকে দুটো শিরোপা জিতিয়েছেন সান্তোস- ২০১৬ ইউরো এবং ২০১৯ উয়েফা নেশন্স লিগ। জোড়া সাফল্যেই বড় অবদান ছিল রোনালদোর। অথচ বিশ্বমঞ্চে নকআউট পর্বে গুরুত্বপূর্ণ দুই ম্যাচে পর্তুগিজ যুবরাজকেই বেঞ্চে বসিয়ে রেখেছিলেন সান্তোস।
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দলের গ্রুপপর্বের শেষ ম্যাচে খেলার মাঝপথে রোনালদোকে তুলে নেন কোচ। মাঠ ছাড়ার সময় প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান সিআরসেভেন। বেঞ্চে ফিরেই হাতে থাকা বোতল ডাগআউটে ছুড়ে ফেলেন ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড। শিষ্যের ওমন আচরণে ভীষণ চটেন সান্তোস, যা নিজেই স্বীকার করেছিলেন পর্তুগাল কোচ। এরপর নকআউটের দুই ম্যাচেই রোনালদোকে বেঞ্চে রেখে দল মাঠে নামান তিনি। দুই ম্যাচেই বদলি হিসেবে নামতে হয় ক্লাবহীন ফুটবলারকে। সান্তোসের এমন কঠিন সিদ্ধান্তে সমালোচনার ঝড় উঠে।
সেই ঝড়ের রেশ না কাটতেই সান্তোসকে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে এফপিএফ। সংস্থাটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘৮ বছর ধরে দলকে সেবা দেওয়ায় ফার্নান্দো সান্তোসকে ধন্যবাদ জানায় এফপিএফ। এখন জাতীয় দলের পরবর্তী কোচ নির্বাচনের প্রক্রিয়া শুরু করবে সংস্থাটি।’
এসজি