মেসিকে আটকানোর পরিকল্পনা প্রস্তুত: ফ্রান্স কোচ
ফ্রান্সের সামনে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের হাতছানি। প্রতিপক্ষ আর্জেন্টিনা। যতটা না আর্জেন্টিনা তার চেয়ে বেশি ভয়ংকর যেন লিওনেল মেসি। আর এই মেসিকে আটকানোর চেষ্টা করেন প্রতিপক্ষ দলের সব কোচ। বাদ যাচ্ছেন না ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমও। আর্জেন্টাইন অধিনায়ক মেসিকে বোতল বন্দি করতে নাকি সব ধরনের পরিকল্পনা তৈরি করে রেখেছেন তিনি।
ফাইনালে মেসিকে নিয়ে প্রশ্নের জবাবে দেশম বলেন, ‘প্রতিযোগিতার শুরু থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছে মেসি। আর্জেন্টিনাকে হারাতে গেলে ওকে আটকাতেই হবে। আমাদের পরিকল্পনা তৈরি।’
গত রাশিয়া বিশ্বকাপে এই ফ্রান্সের কাছে শেষ ষোলোতে ৪-৩ গোলে হেরে বিদায় নিয়েছিল আর্জেন্টিনা। তবে এবারের আর্জেন্টিনা ভিন্ন। তা মানছেন দেশমও। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘চার বছর আগে পরিস্থিতি ভিন্ন ছিল। তখন মেসি সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলেছিল। ওকে সাহায্য করার কেউ ছিল না। কিন্তু এবার তাকে সাহায্য করার মতো ফুটবলার রয়েছে। মেসি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। ওকে যতটা পারব আটকানোর চেষ্টা করব।’
ফাইনালে যেতে মরিয়া ফ্রান্স। সেভাবে নিজ দলকেও প্রস্তুত করছেন তিনি। দেশম বলেন, ‘দলকে নিয়ে আমি গর্বিত। ফাইনালে ওঠা সহজ ছিল না। খুব কষ্ট করে জিততে হয়েছে। দলের তারুণ্য ও অভিজ্ঞতার মিশেল রয়েছে। যে ভাবে কঠিন পরিস্থিতি থেকে আমাদের ফুটবলাররা দলকে টেনে বার করেছে তা আমাকে মুগ্ধ করেছে।’
এসআইএইচ