ফাইনালের আগে চোখ ছলছল মেসির
স্বপ্নপূরণ থেকে এক ধাপ দূরে। প্রবল প্রত্যাশার সঙ্গে আছে পাহাড়সম চাপ। এর মধ্যে লিওনেল মেসিকে আবেগী করে দিলেন আর্জেন্টিনার এক নারী সাংবাদিক। মেসিকে নিয়ে দেশের মানুষ কী পরিমাণ ভালোবাসায় আচ্ছন্ন, এ জাতীয় কথা বলতেই মেসির চোখটা ছলছল করে উঠল।
ক্রোয়েশিয়াকে হারানোর পরে আর্জেন্টিনার এক নারী সাংবাদিকের সঙ্গে কথা বলছিলেন মেসি। সাক্ষাৎকার শেষে সেই সাংবাদিক মেসিকে বলেন, ‘আমি কিছু বলতে চাই। এটা প্রশ্ন নয়। বিশ্বকাপের ফাইনাল আসছে। আমরা চাই বিশ্বকাপ জিততে। কিন্তু আমি আপনাকে বলতে চাই, খেলার ফল যাই হোক না কেন, আপনি আর্জেন্টিনার প্রতিটা মানুষকে হাসতে শিখিয়েছেন, বাঁচতে শিখিয়েছেন, স্বপ্ন দেখতে শিখিয়েছেন। এটা আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আপনিই সেরা।’
তিনি আরও বলেন, ‘আর্জেন্টিনার এমন কোনো শিশু নেই, যার কাছে আপনার জার্সি নেই। হতে পারে সেটা নকল, বা অন্য কিছু দিয়ে তৈরি। সত্যি, আর্জেন্টিনার প্রত্যেকের মনে আপনি জায়গা করে নিয়েছেন। সেটা আমার কাছে বিশ্বকাপ জেতার থেকেও বেশি।’ আবেগী মেসি জবাবে বেশি কিছু বলতে পারেননি। শুধু বলেছেন, ধন্যবাদ।
মেসিও জানে সবার ভালোবাসার কথা। একটা সোনালি ট্রফির জন্য তার কমিটমেন্টও তো কম না। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় রীতিমতো ঝলসে উঠেছেন তিনি, শুধু ৩৬ বছরের অপেক্ষা শেষ করার জন্য। ম্যারাডোনার পর ওই ট্রফিতে চুমু আকার জন্য।
এসএন