বিশ্বকাপের ফাইনালে খেলবেন বেনজেমা?
একদিকে বিশ্বকাপ ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। আরেকদিকে অনুশীলনে ফিরেছেন করিম বেনজেমা। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে অনেকে বলছেন, কাতারে ফরাসি শিবিরে ফিরছেন এই তারকা ফরোয়ার্ড।
আসলেই কি ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সঙ্গে যোগ দেবেন বেনজেমা? বিশ্বকাপ ফাইনালে কি খেলবেন? মহাগুরুত্বপূর্ণ প্রশ্ন দুটো ছিল দিদিয়ের দেশমের কাছে। ফ্রান্স কোচ বলেছেন, ‘আমি সত্যিই এই প্রশ্নের উত্তর দিতে চাই না। পরের প্রশ্ন।’
দেশমের ওমন প্রতিত্তরে রহস্য রহস্যই থেকে গেছে। এতে বেনজেমার বিশ্বকাপে ফেরা নিয়ে গুঞ্জনের ডালপালা, শাখা-প্রশাখা ছড়াচ্ছে। কেননা, রিয়াল তারকা বিশ্বকাপে ফিরলে তাতে বাঁধ সাধবে না ফিফার নিয়ম। সবটাই নির্ভর করছে ফরাসি কোচ দেশমের উপর।
বিশ্বকাপের প্রাক্কালে মাঠের বাইরে ছিটকে যান বেনজেমা। উরুর ইনজুরিতে কপাল পুড়েছিল ব্যালন ডি’অর জয়ী এই ফরোয়ার্ডের। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে নিশ্চিত করা হয় যে, বিশ্বকাপ শেষ বেনজেমার এবং উন্নত চিকিৎসার জন্য ক্লাবে ফিরবেন ৩৪ বছর বয়সী ফুটবলার। বেনজেমা এখনো রিয়ালে। সেখানেই অনুশীলনে ফিরেছেন তিনি। গতকাল ক্লাবের ভালদেবেবাস ট্রেনিং গ্রাউন্ডে পুরোদমে অনুশীলন করেছেন ফরাসি ফরোয়ার্ড।
আরএমএস স্পোর্টস জানিয়েছে, বেনজেমা যদি পুরোপুরি ফিট থাকেন তাহলে দেশমের স্কোয়াডে ঢুকতে পারবেন, কারণ তিনি এখনো টুর্নামেন্টের জন্য নিবন্ধিত খেলোয়াড়দের তালিকায় রয়েছেন।
এক কথায়, আগামী রবিবার (১৮ ডিসেম্বর) আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনালে বেনজেমার খেলার সিদ্ধান্ত দেশমের হাতে। ফ্রান্স যখন নকআউট পর্ব নিশ্চিত করে তখনো কোচের কাছে জানতে চাওয়া হয়েছিল, যদি বেনজেমা সুস্থ হয়ে উঠেন তাহলে রিয়াল তারকাকে ফেরানোর সম্ভাবনা আছে কি না। সেসময় দেশম বলেছিলেন, ‘কী বলব সেটা বুঝতে পারছি না। আসলে এটা নিয়ে আমি ভাবছি না।’
তাই এখন দেখার অপেক্ষা, বিশ্বমঞ্চে শিরোপা লড়াইয়ের আগে ফ্রান্স কোচের ভাবনায় কোনো পরিবর্তন আসে কি না।
এসজি