ফাইনালের আগে অজানা ভাইরাসে আক্রান্ত ফরাসি শিবির
আগামী রবিবার কাতার বিশ্বকাপের ফাইনালে মাঠে নামবে ফ্রান্স। তার আগে অজানা এক ভাইরাস ‘ফ্লু’তে আক্রান্ত হয়েছে ফ্রান্স শিবিরের বেশ কয়েকজন ফুটবলার। ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম জানান, এই ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ফাইনালে ডায়োট উপামেকানো এবং আদ্রিয়েন র্যাবিওটকে না পাওয়ার সংশয় রয়েছে। এ ছাড়া গুঞ্জন রয়েছে জ্বরে ভুগছেন ফরোয়ার্ড কিংসলে কোম্যান।
এ প্রসঙ্গে ফরাসি কোচ দেশম বলেন, ‘দোহায় তাপমাত্রা কিছুটা কমে গেছে। সবসময় এয়ার কন্ডিশন চলছে। ফ্লুর মতো কিছু উপসর্গ ফুটবলারদের মধ্যে দেখা গেছে। এটা যেন ছড়িয়ে না পড়ে সেজন্য আমরা সতর্ক আছি। অজানা ভাইরাসের কারণে তাদের রোগ-প্রতিরোধ সক্ষমতায় প্রভাব ফেলছে।’
বাকি সবার মধ্যে যেন এই ভাইরাস ছড়িয়ে না পড়তে পারে এজন্য আক্রান্ত দুই ফুটবলারকে আলাদা রাখা হয়েছে বলে জানা গেছে।
দেশম বলেন, ‘আমরা সব ধরনের প্রয়োজনীয় পূর্ব সতর্কতা অবলম্বন করছি। আমরা এটা ছড়িয়ে না পড়ে সেটা নিশ্চিতে চেষ্টা করছি। কিন্তু ভাইরাস তো সংক্রামক এবং আমাদের এটার বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।’
বুধবার সেমিফাইনাল ম্যাচে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করে ফ্রান্স। ফাইনালে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা। ফ্রান্সের সামনে টানা দুই বিশ্বকাপ জয়ের হাতছানি। অপরদিকে আর্জেন্টিনার চোখ ৩৬ বছর পর শিরোপা খরা কাটানোয়।
এসআইএইচ