মেসিকে থামাতে সব করবেন ফ্রান্স কোচ
আর্জেন্টিনার আক্রমণভাগের মূল অস্ত্র লিওনেল মেসি। বয়স ৩৫ হলেও শেষ বেলায় বেশ দুরন্ত এই আর্জেন্টাইন তারকা। করে যাচ্ছেন গোলের পর গোল। সতীর্থদের দিয়েও করাচ্ছেন গোল। সব মিলিয়ে কাতার বিশ্বকাপে মেসি যেন দুর্বার।
বিশ্বকাপের ফাইনালে এই মেসির আর্জেন্টিনার সামনেই পড়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। শক্তি মত্তা ও দাপট দেখিয়ে ফাইনালে উঠে আসলেও আর্জেন্টিনাকে নিয়ে অতি সাবধান ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। বিশেষ করে লিওনেল আন্দ্রেস মেসিকে নিয়ে।
তবে ফাইনালে লড়াইয়ে যাওয়ার আগে দেশম বলেছেন, শিরোপা নির্ধারণী ফাইনালে মেসিকে আটকাতে সব কিছু করবেন তিনি।
ফরাসি সংবাদমাধ্যম গেট ফ্রেঞ্চ ফুটবল নিউজকে দেশম বলেন, ‘একজন মানুষের পক্ষে যা যা করা সম্ভব, মেসিকে আটকাতে আমরা তাই করব। তবে ম্যাচ শেষে যেকোনো একটি দল হাসবে।’
বিশ্বকাপের ফাইনালে আগামী রবিবার লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনার মুখোমুখি হবে ফ্রান্স। লাতিন দলটিকে ফাইনালে তুলে আনার পথে নিজে ৫ গোল করার পাশাপাশি ৩ গোল করিয়েছেন মেসি। ‘গোল্ডেন বল’ ও ‘গোল্ডেন বুট’ জয়ের দৌড়ে ভালোভাবেই টিকে আছেন এই আর্জেন্টাইন তারকা।
তবে ফ্রান্সের এমবাপ্পে ও জিরুদরাও রয়েছেন ফর্মে। এমবাপেও মেসির সমান করেছেন ৫ গোল। জিরুদ করেছেন ৪ গোল। বিশ্বকাপে ছয় ম্যাচে মোট ১৪ গোল করেছে ফ্রান্স। যে মরক্কো কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ছিল অপরাজিত সেই দলকেও ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে এসেছে ফ্রান্স। ফলে ফরাসি শিবিরের আক্রমণ ভাগকে ট্যাকল দেওয়া আর্জেন্টিনার রক্ষণভাগের জন্যও বেশ চ্যালেঞ্জের।
এসআইএইচ