শক্তিশালী ফ্রান্সের সামনে ‘নীরব ঘাতক’ মরক্কো
এবারের বিশ্বকাপে ‘নীরব ঘাতক’ মরক্কো। ইতোমধ্যে ঘায়েল করেছে তিন পরাশক্তিকে। গ্রুপপর্বে বেলজিয়ামকে এবং নকআউটে স্পেন ও পর্তুগালকে। এবার শক্তিশালী ফ্রান্সের সামনে আফ্রিকান দলটি। আজ রাত ১টায় (বাংলাদেশ সময়) আল বায়েত স্টেডিয়ামে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে দুই দল।
ফিফার মেগা ইভেন্টে সেমি খেলাই সর্বোচ্চ সাফল্য মরক্কোর। টুর্নামেন্টের সেরা চারে খেলা প্রথম আফ্রিকান দল তারা। তাদের প্রতিপক্ষ ফ্রান্স দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন। ফরাসিরা চতুর্থবারের মতো বিশ্বকাপ ফাইনালে উঠার টার্গেট নিয়ে আজ মরক্কোর মুখোমুখি হবে।
আল বায়েতে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিতে নিরঙ্কুশ ফেবারিট ফ্রান্স। শক্তি-সামর্থ্য এবং অতীত-বর্তমান পারফরম্যান্স, সবদিক থেকে দুই সেমি ফাইনালিস্টের মধ্যে রয়েছে বিস্তর ফারাক। পূর্বে দুই দলের পাঁচবারের সাক্ষাতে কখনোই হারের স্বাদ পায়নি ফরাসিরা। জিতেছে তিনটি এবং ড্র করেছে দুটি।
সবগুলোই ছিল প্রীতি ম্যাচ। অর্থাৎ আজ প্রথমবার বিশ্বকাপে দেখা হবে ফ্রান্স ও মরক্কোর। কঠিন এই লড়াইয়ের আগে তিউনিশিয়ার কীর্তি হতে পারে মরক্কোর আত্মবিশ্বাসের রসদ। কেননা, চলতি বিশ্বকাপ থেকে বিদায়ের আগে দিদিয়ের দেশমের দলকে হারের স্বাদ পাইয়ে দিয়ে গেছে তিউনিশিয়া।
মজার বিষয় হলো, কাতারে মরক্কোই একমাত্র দল যারা এখন পর্যন্ত হারের স্বাদ পায়নি। টুর্নামেন্টে এতদূর পৌঁছানোই দলটির জন্য অবিশ্বাস্য অর্জন। এক কথায়, এখন আর হারানোর কিছু নেই তাদের। তবুও সেমিতে উঠে হাল ছাড়ার পাত্র নন ওয়ালিদ রেগ্রাগুই। মরক্কো কোচ বলে রেখেছেন, জয়ের লক্ষ্য নিয়েই ফ্রান্সের মুখোমুখি হবে তার শিষ্যরা।
গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে রেগ্রাগুই বলেছেন, ‘আমি জানি আমরা ফেবারিট নই কিন্তু আত্মবিশ্বাসী। কেন বিশ্বকাপের ফাইনালে উঠতে পারব না? দেখিয়ে দেওয়ার খুব ইচ্ছা আমার। আমরা আমাদের মহাদেশের মানসিকতা পরিবর্তন করতে এই টুর্নামেন্টে এসেছি।’
আল বায়েতে ভালো সমর্থনও পাবে মরক্কান ফুটবলাররা। তাদের উৎসাহ জানাতে গ্যালারিতে উপস্থিত থাকবে প্রায় ২০ হাজার ভক্ত। প্রতিপক্ষের এমন পাগলামি কিছুটা হলেও ভীতি ছড়াচ্ছে ফরাসি শিবিরে।
দেশম বলেছেন, ‘মরক্কো সেমিফাইনালে আছে। আমি পরিবেশের জন্য প্রতিকূল শব্দটি পছন্দ করি না কারণ এটি নেতিবাচক। কিন্তু তাদের দুর্দান্ত সমর্থন রয়েছে। মরক্কান ভক্তরা খুব শোরগোল করবে এবং আমার কর্মীরা এ বিষয়টি খেলোয়াড়দের অবগত করেছে। এত জোরালো সমর্থন পাওয়া দুর্দান্ত এবং এ কারণে আমাদের গোল করতে কঠিন হবে।’
এসএন