রেফারিকে ধুয়ে দিলেন ক্রোয়েশিয়ার কোচ ও অধিনায়ক
গতিশীল ফুটবল আর দারুণ সব ছোট পাসে দুর্দান্ত লড়ছিল ক্রোয়েশিয়ার ফুটবলাররা। তাদের সামাল দিতে হিমশিম খেতে হচ্ছিল আর্জেন্টাইনদের। ধারার বিপরীতে পেনাল্টিতে এগিয়ে যায় লাতিন অঞ্চলের দলটি। সেই সিদ্ধান্তের কারণে রেফারিকে ধুয়ে দিলেন ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ ও অধিনায়ক লুকা মদ্রিচ।
মঙ্গলবার রাতে সেমিফাইনালে ৩৪ মিনিটে মেসির সফল পেনাল্টি শট থেকে এগিয়ে যায় আর্জেন্টিনা। কাউন্টার অ্যাটাকে প্রতিপক্ষের ডি-বক্সে বল নিয়ে ঢুকে পড়েছিলেন জুলিয়ান আলভারেজ। তাকে রুখে দিতে ছুটে আসেন গোলরক্ষক ডমিনিকি লিভাকোভিচ।
পায়ের আলতো টোকায় ক্রোয়াট গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালের দিকে বাড়ান আর্জেন্টাইন ফরোয়ার্ড। তখনই দুজনের সংঘর্ষে পড়ে যান আলভারেজ এবং সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি ফুঁকান ইতালিয়ান রেফারি ড্যানিয়েল ওরসাতো। স্পট-কিক নিতে এসে দলকে এগিয়ে নেন মেসি।
লিড পাওয়ার পরই বদলে যায় লিওনেল স্কালোনির শিষ্যদের খেলার ধরন এবং ৩-০ গোলের জয়ে নিশ্চিত করে বিশ্বকাপ ফাইনাল। ম্যাচ শেষ হওয়া মাত্র মাঠেই ক্ষোভ উগড়ে দেন মদ্রিচ।
ক্রোয়েশিয়া অধিনায়কের প্রতিক্রিয়া ছিল এমন, ‘আমরা পেনাল্টি পর্যন্ত ভালোই খেলছিলাম, যা আমার মতে দেওয়া উচিত হয়নি। আমি সাধারণত রেফারিদের সমালোচনা করি না, কিন্তু আজ (মঙ্গলবার) তা না করা অসম্ভব। তিনি আমার দেখা সবচেয়ে খারাপ রেফারিদের একজন।’
মদ্রিচ যোগ করেন, ‘আমি কেবল আজকের কথা বলছি না, কারণ আমি তাকে আগেও পেয়েছি এবং আমার কখনোই তার সম্পর্কে ভালো স্মৃতি ছিল না। সে একটি বিপর্যয়। তবুও আমি আর্জেন্টিনাকে অভিনন্দন জানাতে চাই, আমি তাদের কৃতিত্ব কেড়ে নিতে চাই না। তারা ফাইনালে ওঠার যোগ্য কিন্তু সেই প্রথম পেনাল্টি আমাদের ধ্বংস করে দিল।’
শিষ্যদের বিদায় ঘণ্টা বাজায় ক্ষোভ লুকিয়ে রাখতে পারেননি দালিচও। ক্রোয়েশিয়া কোচ বলেন, ‘বল আমাদের দখলে ছিল কিন্তু আমরা একটি গোল হজম করি, এটা আমার কাছে সন্দেহজনক। আমরা একটি কর্নার খেলছিলাম না, লিভাকোভিচের কী করার দরকার ছিল? তার পথ থেকে সরে যাবে?... ওই গোলটিই ম্যাচটি ছিনিয়ে নিয়ে যায়। তার আগ পর্যন্ত ম্যাচ সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে ছিল।’
দালিচ আরও বলেন, ‘আমরা বিপজ্জনক বা শক্তিশালী ছিলাম না, কিন্তু আমাদের মতো করেই খেলছিলাম। তো এখানে কি ম্যাচ পরিচালনা করার জন্য নতুন কোনো নিয়ম আছে? এগুলো যদি নতুন নিয়ম হয়, তাহলে আমাদের জানান... আমি আর্জেন্টাইনদের অভিনন্দন জানাই, আমাদের ছেলেদেরও, তারা যা করেছে তার জন্য।’
এসএন