আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া: চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বাকি মাত্র কয়েক ঘণ্টা। ঘড়িতে ঘণ্টার কাটা যখন ১ স্পর্শ করবে, তখনই বাজবে বিশ্বকাপ সেমিফাইনালের বাঁশি। শুরু হবে আর্জেন্টিনা এবং ক্রোয়েশিয়ার ফাইনালে উঠার লড়াই। লুসাইল আইকনিক স্টেডিয়ামে দুই দলের সেমির উত্তাপ উপভোগ করতে চলছে ভক্তদের শেষ মুহূর্তের প্রস্তুতি।
ছবি:নিঃসন্দেহে জাতীয় সংগীত তাতিয়ে তোলে একটি জাতিতে। দেশপ্রেম বাড়িয়ে তোলার বড় সহায়ক জাতীয় পতাকাও। তাই বরাবরের মতো আরও একবার বিশাল পতাকা নিয়ে প্রস্তুত ক্রোয়েশিয়ান ফুটবল ফ্যানরা। আর্জেন্টিনার বিপক্ষে লুকা মদ্রিচের সমর্থন জানাতে দীর্ঘ এক পতাকা সমেত গ্যালারি দখলে নেওয়ার অপেক্ষায় সমর্থকরা।
ছবি: পূরণ হোক বা না হোক, স্বপ্ন দেখতে তো বাধা নেই। তাই স্বপ্ন দেখছেন আর্জেন্টাইনরা। ভক্তদের প্রত্যাশা একটাই ক্যারিয়ারের শেষটায় সোনার হরিণ জিতুক প্রিয় তারকা লিওনেল মেসি এবং আর্জেন্টিনার হাতে উঠুক বিশ্বকাপের তৃতীয় শিরোপা। ভক্তদের আশা মেটাতেই আজ সেমিফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবেন মেসি ও তার সতীর্থরা।
ছবি: দোহার রাস্তা নেমে পড়েছে ক্রোয়েশিয়ার ফুটবল ভক্তরা। তাদের গন্তব্যস্থল এখন লুসাইল আইকনিক স্টেডিয়াম। কাতারের রাজধানী থেকে এই ভেন্যুর দূরত্ব একেবারে খারাপ নয়। স্টেডিয়ামে পৌঁছাতে তাদের পাড়ি দিতে হবে প্রায় ২৮ কিলোমিটার পথ। তবে দলকে ফাইনালে তুলতে এতটুকু কষ্ট হাসিমাখা মুখেই মেনে নিচ্ছেন ক্রোয়াট ফুটবলপ্রেমিরা।
ছবি: কমেছে কাতারে তাপমাত্রা। রয়টার্সের তথ্যমতে, সেখানে এখন বারবিকিউ পার্টি করার জন্য উপযুক্ত সময়। সময়ের কাজটা সময়েই করে নিচ্ছেন আর্জেন্টাইন ফুটবল ভক্তরা। পোড়া মাংসে বাড়াচ্ছেন গায়ের শক্তি। মাঠে যে গলা ফাটাতে হবে তাদের। চিৎকার-চেঁচামেচিতে উৎসাহ দিতে হবে লিওনেল মেসি এবং অ্যাঞ্জেল ডি মারিয়াদের।
আরএ/