ফ্রান্সকেও ‘আউট’ করবে মরক্কো!
ফিফা র্যাঙ্কিংয়ে ২২তম স্থানে থেকে কাতার বিশ্বকাপ শুরু করে মরক্কো। টুর্নামেন্টের শুরুতে গোলশূন্য ড্র করেছিল ফাইনালিস্ট ক্রোয়েশিয়ার সঙ্গে। এরপর স্বপ্নযাত্রায় র্যাঙ্কিংয়ে সেরা ১০-এ থাকা তিন দলের বিপক্ষে জয় ছিনিয়ে নিয়েছে আফ্রিকান দেশটি। এবার ফ্রান্সকে ‘আউট’ করার স্বপ্ন দেখছে মরক্কো!
গ্রুপপর্বে বেলজিয়ামের সর্বনাশ করেছে ওয়ালিদ রেগ্রাগুইয়ের শিষ্যরা। ফিফা র্যাঙ্কিংয়ে দ্বিতীয় শীর্ষ স্থানে দলটিকে হারায় ২ গোল ব্যবধানে। সেই ধাক্কায় প্রথম রাউন্ডেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে সোনালি প্রজন্মের বেলজিয়াম। ক্রোয়াট-বেলজিয়ানদের টপকে গ্রুপসেরা হয়েই দ্বিতীয় রাউন্ডে নাম লেখান আশরাফ হাকিমিরা।
নকআউটে মরক্কোর প্রথম শিকার স্পেন। টাইব্রেকার ৩-০ ব্যবধানে জিতে স্প্যানিশদের হাতে বাড়ি ফেরা টিকিট ধরিয়ে দেয় রেগ্রাগুইয়ের শিষ্যরা। তাদের দ্বিতীয় শিকার ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। কোয়ার্টার ফাইনালে ১-০ গোলের জয়ে পর্তুগিজ যুবরাজকে কান্নায় ভাসান মরক্কোন ফুটবলাররা।
এবার সেরা চারের ম্যাচে ফ্রান্সকে ‘আপসেট’ উপহার দিতে মুখিয়ে রয়েছেন রেগ্রাগুই। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে মরক্কো কোচ বলেন, ‘আমরা কয়েকটি শীর্ষ দলকে পরাজিত করেছি। যখন আপনার ইচ্ছা, প্রতিশ্রুতি ও জনতার সমর্থন থাকে, আপনি এটি জিততে পারেন। আপনি যত এগিয়ে যাবেন, ম্যাচগুলো ততই কঠিন হবে।’
রেগ্রাগুই যোগ করেন, ‘আমরা বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে খেলতে যাচ্ছি, যাদের বিশ্বমানের খেলোয়াড় এবং খুব ভালো কোচ (দিদিয়ের দেশম) আছে। কেন বিশ্বকাপের ফাইনালে উঠতে পারব না? দেখিয়ে দেওয়ার খুব ইচ্ছা আমার এবং একটি আপসেটের জন্য চেষ্টা করব। আমরা আমাদের মহাদেশের মানসিকতা পরিবর্তন করতে এই টুর্নামেন্টে এসেছি।’
এসজি