আর্জেন্টিনা ১:১ ক্রোয়েশিয়া
শিরোনাম দেখে ভড়কে যাওয়ার কিছু নেই। বিশ্বকাপের সূচি বদলে যায়নি। আর্জেন্টিনা এবং ক্রোয়েশিয়ার সেমিফাইনালও নির্ধারিত সময়ের আগে মাঠে গড়ায়নি। আর শিরোনামেও কোনো ম্যাচের ফল বলা হয়নি। এটা বিশ্বকাপে দুই দলের হেড-টু-হেডের পরিসংখ্যান।
আজ তৃতীয়বারের মতো বিশ্বকাপে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং ক্রোয়েশিয়া; নকআউটে প্রথমবার। টুর্নামেন্টে ১৯৯৮ সালে প্রথম দেখায় ১-০ গোলে জিতেছে আর্জেন্টিনা এবং ২০১৮ সংস্করণে আলবিসেলেস্তেদের ৩-০ গোলে উড়িয়ে দেয় ক্রোয়াটরা।
আজ বিশ্বকাপ সেমিফাইনালের আগে দেখে নেওয়া যাক দুই দলের পরিসংখ্যান
* ষষ্ঠবারের মতো বিশ্বকাপ ফাইনালে উঠার হাতছানি আর্জেন্টিনার সামনে। টুর্নামেন্টে সর্বোচ্চ ৮বার ফাইনাল খেলার রেকর্ড আছে জার্মানির। এই তালিকায় জার্মানদের পরেই আর্জেন্টাইনদের অবস্থান। এর আগে কখনোই সেমিফাইনালে বিদায় ঘণ্টা বাজেনি লা আলবিসেলেস্তেদের। সবশেষ ফাইনাল খেলেছে ২০১৪ সালে।
*ক্রোয়েশিয়া ২০১৮ সংস্করণের ফাইনালিস্ট। ইউরোপের চতুর্থ দেশ হিসেবে বিশ্বকাপে ব্যাক-টু-ব্যাক ফাইনাল খেলার স্বপ্নে বিভোর তারা। প্রথম তিন দল হলো- ইতালি (১৯৩৪, ১৯৩৮), হল্যান্ড (১৯৭৪, ১৯৭৮) এবং জার্মানি (১৯৮২, ১৯৮৬, ১৯৯০)।
* আর্জেন্টিনা বিশ্বকাপে ইউরোপিয়ান প্রতিপক্ষের বিপক্ষে তাদের সবশেষ সাত ম্যাচের মাত্র একটিতে জিততে পেরেছে (৩ ড্র, ৩ হার)। চলতি টুর্নামেন্টের গ্রুপপর্বে পোল্যান্ডকে পরাস্ত করেছে ২-০ গোলে। আর ড্র হওয়া তিন ম্যাচের দুটো নিস্পত্তি হয়েছে টাইব্রেকারে।
*ক্রোয়েশিয়া তাদের সবশেষ ৯ বিশ্বকাপ ম্যাচের একটিতেও প্রথমে গোলের দেখা পায়নি।
আরএ/