স্পেনের সেই রেফারি নিজেই পেলেন লাল কার্ড!
স্মরণকালের সেরা বিশ্বকাপ ফুটবল হচ্ছে কাতারে। বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সবচেয় ব্যয়বহুলও। অঘটন আর চমকে দারুনভাবে জমে উঠেছে আসর। পৌঁছ গেছে শেষ প্রান্তে। আর মাত্র দুইটি ম্যাচ জিতলেই পাওয়া যাবে বিশ্ব চ্যাম্পিয়নদের। হতে পারে আর্জেন্টিনা-ফ্রান্সের পুরানো কেউ কিংবা মরক্কো-ক্রোয়েশিয়ার নতুন কেউ।
এবারের বিশ্বকাপ জমে উঠার পেছনে আছে রেফারিদেরও ভালো ভূমিকা। এবারই প্রথম একটি ম্যাচে তিনজন নারী রেফারি দিয়ে পরিচালনা করা হয়েছে। তারও বেশ ভালোভাবে উতরে গেছেন। রেফারি নিয়ে এবার বিতর্ক হয়নি বললেই চলে। কিন্তু আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচে এসে সেই বিতর্ক দেখা যায় প্রথমবারের মতো। এবং তা মহীরুহ আকারে! ম্যাচটি পরিচালনা করেছিলেন স্পেনের আন্তোনিও মাতেও লাহোজ। তার বাঁশি বাজানো প্রথমবারের মতো কাঠগড়ায় উঠে রেফারিং।
আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের কোয়ার্টার ফাইনাল ম্যাচটা হয়েছে জমজমাট। রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে টাইব্রেকারে ডাচদের হারিয়ে শেষ চারের টিকেট কেটেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। তবে মাঠের লড়াইয়ের বাইরেও সেদিন আলোচনায় ছিল ম্যাচ পরিচালনায় থাকা রেফারি। একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তুমুল সমালোচনার জন্ম দিয়েছিলেন স্প্যানিশ রেফারি আন্তোনিও মাতেও লাহোজ। দারুণ, উত্তেজনাপূর্ণ ম্যাচে তিনি ১২টি হলুদ কার্ডই দেখান। মেসিও বাদ যান কার্ড পাওয়া থাকে। কোচ স্কালোনিসহ তার কে কোর্চি স্টাফও কাড পেয়েছিলেন।
এমন কি ম্যাচের এক পর্যায়ে নেদারল্যান্ডসের সাইড ব্রেঞ্চের খেলোয়াড়রাও মাঠে ডুকে পড়ে আর্জেন্টিনার খেলোয়াড়দের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন।
টাইব্রেকারে ম্যাচ জেতারপর রেফারিকে ‘পাগল’ বলেও মন্তব্য করেছিলেন আর্জেন্টিনার গোলরক্ষক ইমি মার্টিনেজ।ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছলেন মেসিও। তিনি ফিফাকে বিষয়টি নজরে আনার কথা বলেন।
মেসি বলেন, ‘আমি কিছু বলতে চাই না, বললে শাস্তি পেতে হবে। কিন্তু আমার মনে হয়, এমন রেফারিকে এ ধরনের ম্যাচে দায়িত্ব দেওয়া উচিত না ফিফার। তিনি এর যোগ্যই না।’এদিকে দ্বিতীয় হলুদ কার্ড দেখার জন্য সেমিফাইনালে খেলতে পারবেন না আর্জেন্টিনার মার্কোস আনুকিয়া ও গঞ্জালো মনতিয়েলে।
বিশ্বকাপ শেষ হওয়ার আগেই সেই রেফারিকে ফিফা নিজেই দেখিয়েছে লালকার্ড। ফাইনাল, সেমি ফাইনাল ও স্থান নির্ধারণী ম্যাচ এখনো বাকি আছে। স্প্যানিশ গনমাধ্যম জানিয়েছে, আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচে বিতর্কিত সিদ্ধান্তের পর দেশে ফেরত পাঠানো হয়েছে লাহোজকে।’
এমপি/এমএমএ/