কঠিন খেলা হবে: স্কালোনি
বাকি মাত্র চার দল। সবাই শিরোপা থেকে দুই জয় দূরে। অর্ধেক দূরত্ব ঘুচানোর মিশন নিয়ে আগামীকাল মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। দুই দলের সেমিফাইনালে কঠিন লড়াই হবে বলে মনে করছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।
সোমবার (১২ ডিসেম্বর) যথারীতি সংবাদ সম্মেলনে হাজির হোন স্কালোনি। প্রথমেই তার কাছে জানতে চাওয়া হয় ক্রোয়েশিয়া ম্যাচের পরিকল্পনা সম্পর্কে এবং রাশিয়ায় ২০১৮ সালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে হারের প্রসঙ্গটি। অতীত ও বর্তমান মিলিয়ে যথাযথ জবাবই দেন আর্জেন্টাইন কোচ।
স্কালোনির ভাষ্য ছিল এমন, ‘আমরা একটি কঠিন ম্যাচ আশা করছি এবং এটি সত্যিই একটি ভালো দলের বিপক্ষে। তারা সঠিক একটি দল, তারা দল হিসেবে খেলে এবং সবকিছু চ্যালেঞ্জিং করে তুলবে। আমি মনে করি যে এটি আমরা আগের বিশ্বকাপের সঙ্গে তুলনা করতে পারি না, তবে এটি একটি কঠিন খেলা হবে।’
আর্জেন্টিনা কোচের মতে, সেমিফাইনালে খেলার ধরনে পরিবর্তন আনবে না তাদের প্রতিপক্ষ। এমনকি লিওনেল মেসিদের চিন্তাভাবনাতেও পরিবর্তনের হাওয়া লাগবে না। স্কালোনি বলেন, ‘সকল আর্জেন্টাইন আশাবাদী। আমরা আমাদের সবার জন্য খেলি। আমরা জানি এখানে আসতে কতটা খরচ হয়। জানি যে তারা আমাদের কাছে কি চায়।’
স্কালোনি যোগ করেন, ‘ক্রোয়েশিয়ার ব্যাপারে বলতে পারি, তাদের একটি নির্দিষ্ট (খেলার) ধরন রয়েছে এবং আমি মনে করি না তারা সেটা পরিবর্তন করবে। আমরা আমাদের চিন্তাভাবনায় পরিবর্তন আনব না। সবাই জানে এটা একটি ফুটবল ম্যাচ এবং আমরা সবটাই মাঠে দিব।’
সেমিতে শতভাগ মনোযোগ দিবেন মেসিরা এমন উল্লেখ করে স্কালোনি বলেন, ‘কখনো কখনো ভাগ্য আপনার পাশে থাকতে পারে বা নাও থাকতে পারে। এটি ফুটবল এবং কখনো কখনো সেরা দল জিততে পারে না। আগামীকালের ম্যাচের ওপর আমাদের পুরো মনোযোগ দিতে হবে, এটা কঠিন হবে।’
এমএমএ/