বিশ্বকাপ থেকে বিদায়ের দায় নিলেন ইংলিশ অধিনায়ক
ফুটবল বিশ্বের সবচেয় জনপ্রিয় খেলা। এই খেলা নিয়ে দেশে দর্শকদের পাগলামির শেষ নেই। কিন্তু সবাইকে ছাপিয়ে যেন সামনে চলে আসেন ইংলিশ সমর্থকরা। দলের জয়ে তাদের উল্লাস যেমন মিডিয়াতে গুরুত্বপূর্ণ স্থান দখল করে নেয়। তেমনি হারের পর উশৃঙ্খলতায়ও। এমন একটি পাগলাটে জাতি ১৯৬৬ সালে একবারই মাত্র বিশ্বকাপ জিততে পেরেছিল।
এরপর আর ফাইনালেই খেলতে পারেনি। রাশিয়া বিশ্বকাপে সেমিফাইনালে খেলা ছিল তাদের পরবর্তী সেরা সাফল্য। এবার তাদের বিদায় নিতে হয়েছে কোয়ার্টার ফাইনাল থেকে। বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে তারা হেরেছে ২-১ গোলে। কিন্তু এই ফলাফল ভিন্নও হতে পারত, যদি ইংলিশ অধিনায়ক হ্যারিকেন পেনাল্টি মিস না করতেন। ইংল্যান্ডের হয়ে প্রথম গোলটিও তিনি করেছিলেন পেনাল্টি থেকে। পেনাল্টি থেকে গোল করতে না পারার কারণে দলের হারের দায় নিজের কাঁধে নিয়েছেন ইংরেজ কাপ্তান হ্যারিকেন।
খেলা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এই দায় আমার। আমাদের বিশ্বাস ছিল এবারের বিশ্বকাপে আমরা কিছু একটা করে দেখাতে পারব। কিন্তু আমরা পারিনি। আমি হতাশ। দলও হতাশ। এটি অনেক কষ্টের একটি বিষয়। অনেক দিন আমাকে বয়ে বেড়াতে হবে। অধিনায়ক হিসেবে আরও বেশি কষ্ট দেবে।’
খেলার প্রথম গোল করেছিল ফ্রান্স। জিরুডের গোলে প্রথমার্ধে তারা এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই ইংল্যান্ড খেলায় সমতা আনে হ্যারিকেনের পেনাল্টি থেকে। এরপর ফ্রান্স আবার এগিয়ে যায় ৭৭ মিনিটে জিরুডের গোলে। ৮১ মিনিটে ইংল্যান্ড আবার পেনাল্টি পায়। যথারীতি পেনাল্টি শট নিতে আসেন হ্যারিকেন। কিন্তু তার নেওয়া শট বারের অনেক উপর দিয়ে চলে যায়। হ্যারিকেন যে শট নিয়েছেন, তা যেন চোখে বিশ্বাস করার মতো ছিল না। এসময় ইংল্যান্ডের সমর্থকরা মাথায় হাত দিয়ে বসেন। আর ফ্রান্সের শিবিরে বাঁধভাঙা উল্লাস। খেলার বাকি সময় ইংল্যান্ড আর গোল করতে না পারলে বাজে বিদায় ঘণ্টা।
রাশিয়া বিশ্বকাপে গোল্ডেন বুট জেতা হ্যারিকেন এই গোল করতে পারলে খেলা হয়তো গড়াত অতিরিক্ত সময়ে। সেখানে মীমাংসা না হলে টাইব্রেকারে নিষ্পত্তি হতো। কিন্তু সেই সুযোগ আর পায়নি সাউথগেটের দল। হারলেও দল হিসেবে ইংল্যান্ড ভালো খেলেছে উল্লেখ করে হ্যারিকেন বলেন, ‘ম্যাচে আমরা ভালো খেলেছি। প্রতিপক্ষের চেয়ে সুযোগও ভালো তৈরি করতে পেরেছিলাম। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে না পারায় সব শেষ করে দিয়েছে।’
তিনি বলেন, ‘সবকিছু ভুলে এখন আগামীর জন্য প্রস্তুত হতে হবে।’
হ্যারিকেন দায় নিজের উপর নিলেও কোচ সাউথগেট আবার হ্যারিকেন কথার সঙ্গে একমত নন। ইউরো রানার্সআপ ইংল্যান্ডের কোচ বলেন, ‘ইংল্যান্ড সব সময় দল হিসেবে খেলে। দল হিসেবে যেমন জিতে, তেমনি হারেও দল হিসেবে। দলের এমন হারে কোনোভাবেই হ্যারিকেন দায়ী নয়। দল এ পর্যন্ত আসার পেছনে তার অনেক ভূমিকা রয়েছে।’
এমপি/এসজি