ডাচদের বিরুদ্ধে হারের রেকর্ড নেই মেসির
কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শুক্রবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত ১টায় নেদারল্যান্ডসের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটিকে ঘিরে আর্জেন্টাইন ভক্তদের উত্তেজনার পারদ বেশ উঁচুতে। জিততে পারলেই সেমির টিকিট পাবে আলবিসেলেস্তেরা। পারবে আর্জেন্টিনা? ডাচদের বিরুদ্ধে মেসির রেকর্ড অক্ষুণ্ন থাকলে তা সম্ভব। কারণ নেদারল্যান্ডসের বিরুদ্ধে মেসি কখনো হারেননি।
আর্জেন্টিনার জার্সিতে মেসি দুইবার মোকাবিলা করেছেন ডাচদের। ২০০৬ বিশ্বকাপে গ্রুপপর্বের সেই ম্যাচটি হয়েছিল গোলশূন্য ড্র। ২০১৪ বিশ্বকাপে সেমিতে দেখা দুই দলের। ম্যাচ নিষ্পত্তি হয়েছিল টাইব্রেকারে। তার মানে ডাচদের বিরুদ্ধে অপরাজিত মেসি। আজ কী হবে?
বিশ্বকাপে আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের প্রথম সাক্ষাৎ ১৯৭৮ সালে। ৩-১ ব্যবধানে জিতে প্রথম শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে নেদারল্যান্ডসের সরাসরি জয় দুটি- একটি ১৯৭৮ সালে, ৪-০ ব্যবধানে। অপরটি ১৯৯৮ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে।
২০০৬ বিশ্বকাপে গ্রুপপর্বে ড্র করেছিল দুই দল। ২০১৪ বিশ্বকাপে ড্র হওয়া ম্যাচ নিষ্পত্তি হয়েছিল টাইব্রেকারে। বিশ্বকাপের বাইরে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস মুখোমুখি হয়েছে তিনবার। একটি ১৯৭৯ সালে ফিফা সেলিব্রশন ম্যাচে, গোলশূন্য ড্র। ১৯৯৯ সালে ফিফা প্রীতি ম্যাচও ড্র, ১-১। ২০০৩ সালে আরও একটি প্রীতি ম্যাচে নেদারল্যান্ডস জয় পেয়েছিল ১-০ গোলে।
এসজি