শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ডাচ দুর্গে মেসি ঠেকানোর রণ পরিকল্পনা

বিশ্বকাপ ফুটবলে নেদারল্যান্ডসই একমাত্র দল যারা তিন তিনবার ফাইনালে খেলে একবারও শিরোপা জিততে পারেনি। ১৯৭৪ সালে জার্মানির কাছে পরেরবার আর্জেন্টিনার কাছে এবং সর্বশেষ ২০১০ সালে স্পেনের কাছে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থেকেছিল।

নেদারল্যান্ডসের এই সাফল্যের পথে আর্জেন্টিনা যেন একটু বেশিই কাঁটা বিছিয়ে দিয়েছে। নকআউট পর্বে আর্জেন্টিনার সামনে পড়লেই নেদারল্যান্ডস আর পেরে উঠেনি। তিনবার ফাইনাল খেলা ছাড়াও নেদারল্যান্ডস ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে সেমিফাইনালে উঠেছিল। সেখানে প্রতিপক্ষ ছিল আর্জেন্টিনা নির্ধারিত সময় খেলা একেক গোলে দোয়া রাখতে পারলেও টাইব্রেকারে গিয়ে তারা হেরেছিল ৪-২ গোলে। আজ আবারও তারা সেই আর্জেন্টিনার সামনে কোয়ার্টার ফাইনালে।

কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনালেই বলা যায় শক্ত প্রতিপক্ষকে পাচ্ছে। গ্রুপ পর্বে তাদের দলগুলো ছিল তুলনামূলক কম শক্তিশালী। সেনেগাল, ইকুয়েডর ও কাতার। সেনেগাল ও কাতারকে ২-০ গোলে হারিয়ে ইকুয়েডরের সঙ্গে ১-২ গোলে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলতে আসে। এখানেও তারা পায় অপেক্ষাকৃত কম শক্তিশালী যুক্তরাষ্ট্রকে। ম্যাচ জিতে ৩-১ গোলে।

নেদারল্যান্ডসের এমনিতেই। আর্জেন্টিনা আতঙ্কে আছে। এর মাঝে বাড়তি আতঙ্ক হয়ে দেখা দিয়েছেন মেসি। যে দলে মেসির মতো একজন খেলোয়াড় থাকেন, সেখানে প্রতিপক্ষকে একটু বাড়তি চিন্তা-ভাবনা করতেই হয়। আর খেলাটা যদি হয় নকআউট পর্বে তাহলে তো টেনশনের মাত্রা আরেকটু বেড়েই যায়। নেদারল্যান্ডসের আর্জেন্টিনা বাধা দূর করার জন্য মেসিকে বোতলবন্দি করার পরিকল্পনা সাজিয়েছেন কোচ ফন গাল। তবে কী পরিকল্পনা তিনি সাজিয়েছেন তা কিন্তু জানাননি। সব ময়দানের জন্যই যেন তুলে রেখেছেন‌।

এদিকে মেসিকে আটকানোর জন্য প্রস্তুত তার রক্ষণ দুর্গের অতন্দ্র সৈনিকেরা। সাতবারের ব্যালন ডি'অর জয়ী মেসিকে নিয়ে তারা ভীত নন। তারা জানেন মেসির সেই আগের দুর্দান্ত নৈপুণ্য এখন আর নেই। বয়সের ছাপ খেলার মধ্যে কিছুটা হলেও পড়েছে।

লিভারপুলে খেলা দলের অধিনায়ক ভার্জিল ফোন ডাইক বলেন, মনে রাখতে হবে খেলা হবে নেদারল্যান্ডস বনাম আর্জেন্টিনার। মেসি কিংবা আমি অথবা নেদারল্যান্ডসের খেলা নয়।

অ্যাজাক্সে খেলা রক্ষণের সেনানি জরিয়েন টিম্বার মেসি ভয়ে আতঙ্কিত নন। তিনি বলেন, মেসি দারুণ ফুটবলার তার বিরুদ্ধে খেলা চ্যালেঞ্জের কিন্তু মনে রাখতে হবে আমরা শুধু মেসির বিরুদ্ধে খেলব না।'

ম্যানচেস্টার সিটিতে খেলা নাথানন আকে বলেন, মেসিকে আটকানো খুবই কঠিন। সে বিশ্বের সেরা খেলোয়াড়। কিন্তু আমাদের অন্য খেলোয়াড়দের নিয়েও ভাবতে হবে।'

গ্রুপ পর্বে যে ক‘টি দল অপরাজিত ছিল, তাদের একটি ছিল নেদারল্যান্ডস। কোয়ার্টার ফাইনালে এসে তা ঠেকেছে চারটি দলে। গোলপোস্ট অক্ষত রাখতে বিরাট ভূমিকা পালন করেছেন গোলরক্ষক আন্দ্রিয়াস নোপার্ট। গোলহজম করেছেন দুটি। তিনি বলেন, 'মেসি আমাদের মতোই একজন মানুষ। কিন্তু এটাও সত্য যে তিনি বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়।'

এমপি/এসএন

Header Ad

বিচারের আগে আ.লীগের মাঠে থাকার সুযোগ নেই: উপদেষ্টা নাহিদ

ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে সম্মুখ সারিতে থেকে নেতৃত্বদানকারীদের মধ্যে অন্যতম নাহিদ ইসলাম। বর্তমানে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তিনি একটি গণমাধ্যমে দেশের বর্তমান অবস্থা নিয়ে কথা বলেছেন। গণহত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা কথা বলেছেন সেই প্রসঙ্গেও।

আওয়ামী লীগ নিয়ে এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচারে মানুষ মেরে, আওয়ামী লীগ রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে। তাদের কেবল বিচারের কাঠগড়াতেই উঠতে হবে না, ক্ষমা চাইতে হবে জনগণের কাছে। বিচার প্রক্রিয়ার আগে তাদের মাঠে থাকার অধিকার নেই, সুযোগও নেই।

তথ্য উপদেষ্টা আরও বলেন, সরকার কোনো দলের কাছে নয়, জনগণের আকাঙ্ক্ষার কাছে দায়বদ্ধ। তাই বিএনপি দ্রুত নির্বাচনের জন্য যতোই চাপ দিক, সংস্কার কমিশনের কাজের ওপর ভিত্তি করেই নির্বাচনের দিকে এগোবে সরকার।গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে অন্তরায় যে আইনগুলো রয়েছে সেগুলো পর্যালোচনা করা হবে। অর্থনৈতিক-রাজনৈতিক নিরাপত্তা আরও আনুষঙ্গিক বিষয়গুলো আলোচনা পর্যালোচনা করে একটি রূপরেখা করার চেষ্টা করবো আমরা। যাতে নির্বিঘ্নে স্বাধীনভাবে এদেশে মানুষ গণমাধ্যম চর্চা করতে পারে।

তিনি আরও বলেন, গণমাধ্যম সংস্কারে গঠিত কমিশন এমন আইন করবে যাতে ভবিষ্যতে কেউ গণমাধ্যমে খবরদারি চালাতে না পারে।

গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার একের পর এক দাবি আদায়ের আন্দোলন সামলাতে হচ্ছে। এ বিষয়ে নাহিদ বলেন, কিছু দাবি ন্যায্য হলেও সবগুলো নয়। এসব দাবির আড়ালে ষড়যন্ত্রও থাকতে পারে।

Header Ad

মাকে হত্যার পর থানায় হাজির ছেলে

ছবি: সংগৃহীত

কক্সবাজারে মাকে হত্যা করে থানায় এসে আত্মসমর্পণ করেছেন হোসাইন মোহাম্মদ আবিদ নামের এক যুবক।

শুক্রবার (২২ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে শহরের পশ্চিম বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, চিকিৎসার জন্য চট্টগ্রামে মেয়ের বাসায় ছিলেন আবিদের বাবা নিয়াজ আহমেদ। ফলে বাড়িতে ছিলেন আবিদ ও তার মা। মাদকের টাকা জোগাড় করতে প্রায় সময় মা আনোয়ারা বেগমকে অত্যাচার করতেন আবিদ। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে নিজ বাড়িতে মাকে নৃশংসভাবে হত্যা করে থানায় এসে নিজেই আত্মসমর্পণ করেন তিনি। নিহত আনোয়ারা বেগমের মুখ, মাথা ও হাতে কোপের চিহ্ন রয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস জানান, হোসাইন মোহাম্মদ আবিদকে আটক করা হয়েছে। হত্যার কারণ জানতে তদন্ত করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Header Ad

৮ ক্রিকেটারসহ ৯ জনকে নিষিদ্ধ করলো বিসিবি

ছবি: সংগৃহীত

তৃতীয় বিভাগ ক্রিকেটে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৮ ক্রিকেটারসহ মোট ৯ জনকে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিয়ম অমান্য করায় এই ক্রিকেটারদের প্রত্যেককে ১ বছরের নিষেধাজ্ঞা এবং ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে বিসিবি।

শুক্রবার (২২ নভেম্বর) বিসিবি সভাপতি ফারুক আহমেদের পক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ৮ ক্রিকেটার ও এক ক্লাব কর্তাকে ১ বছরের জন্য নিষিদ্ধ এবং সবাইকে কমপক্ষে ৫০ হাজার টাকা করে জরিমানা গুনতে হবে।

এতে আরও বলা হয়েছে, ঘরোয়া ক্রিকেটের কোনো পর্যায়েই শৃঙ্খলাভঙ্গের কোনো ধরনের ঘটনায় নমনীয় হবে না বিসিবি। তাই এটিকে ক্রিকেটার ও কর্মকর্তাদের প্রতি বার্তা হিসেবে নেওয়া যায় যে, আচরণবিধি ভঙ্গের ঘটনায় বোর্ড কঠোর পদক্ষেপ নেবে।

ওই ৮ ক্রিকেটার হলেন, তেজগাঁও একাডেমির ইয়াসিন আরাফাত, রিফাত আল ইমন (অনিক), তাসিন আহমেদ রনবি, রাব্বি হাসান, পারভেজ আহমেদ জয়। স্যাফায়ার স্পোর্টিং ক্লাবের রানা খান, সাইফুল ইসলাম শাওন ও মোহাম্মদ হৃদয়। আর তেজগাঁও ক্লাবের কর্মকর্তা রবিন।

জানা গেছে, গত সোমবার পিকেএসফ ১ নম্বর মাঠে হওয়া সুপার লিগের ম্যাচে তেজগাঁও ক্রিকেট একাডেমি ও স্যাফায়ার স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের টেকনিক্যাল কমিটি ঘটনার প্রমাণ সাপেক্ষে তাদের শাস্তি দেয়।

Header Ad

সর্বশেষ সংবাদ

বিচারের আগে আ.লীগের মাঠে থাকার সুযোগ নেই: উপদেষ্টা নাহিদ
মাকে হত্যার পর থানায় হাজির ছেলে
৮ ক্রিকেটারসহ ৯ জনকে নিষিদ্ধ করলো বিসিবি
উপদেষ্টাদের যাচ্ছেতাই কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না: রিজভী
ভিসা কবে উন্মুক্ত করবে সেটা ভারতের নিজস্ব ব্যাপার: হাসান আরিফ
জুরাইন রেলক্রসিং ছাড়লেন রিকশাচালকরা, ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
পাঁচ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা
সাফজয়ী নারী ফুটবলার আইরিনকে নওগাঁয় সংবর্ধনা
বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দেবে পাকিস্তান
বেনাপোলে সীমান্ত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার
পুলিশ-অটোরিকশা চালক সংঘর্ষ, ঢাকা-পদ্মা সেতু ট্রেন চলাচল বন্ধ
ভারতীয় সাবমেরিনের সঙ্গে মাছ ধরা নৌকার সংঘর্ষ, নিখোঁজ ২
সংসার ভাঙার দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান
ঢাকায় পৌঁছেছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি
আ.লীগকে নির্বাচনের সুযোগ দেওয়ার বিষয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ
যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ফিরলেন আরও ৮২ বাংলাদেশি
পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে সন্ত্রাসী হামলা, নিহত ৪৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন
তামিমকে অধিনায়ক করে বাংলাদেশের দল ঘোষণা
নতুন নির্বাচন কমিশন শপথ নেবে রোববার