ডি মারিয়াকে নিয়ে স্কালোনির ধোঁয়াশা!
যেকোনো দেশ যেমন বিশ্বকাপ ফুটবল খেলতে চায়, তেমনি শিরোপা প্রত্যাশী দলগুলোও চায় ট্রফি নিজেদের দেশে নিয়ে যেতে। এই চাওয়াটা এবার আর্জেন্টিনার জন্য একটু বেশি এবং এর পেছনে কারণ একটিই- এই সময়ে ফুটবল জাদুকর মেসির শেষ বিশ্বকাপে তার হাতেই যেন প্রথমবারের মতো শোভা পায় সোনালি রঙের ট্রফি। কোচ স্কালোনিও রণকৌশল সাজিয়ে সেভাবেই এগোচ্ছেন ধাপে ধাপে। নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচ সামনে রেখে তিনি দলকে নিয়ে করেছেন রুদ্ধদ্বার অনুশীলন। সেই রণকৌশলের অংশ হিসেবেই এবার তিনি ডি মারিয়াকে নিয়ে সাজিয়েছেন অন্যরকম পরিকল্পনা। ডি মারিয়া খেলবেন, কী খেলবেন না তা রেখেছেন ধোঁয়াশায়।
আর্জেন্টিনা দলে মেসির সবচেয়ে পুরোনো সঙ্গী ডি মারিয়া। দুজনের রসায়নও বেশ ভালো। বল কখন কোথায় ছাড়তে হবে তা যেন একে অপরের সঙ্গে চোখের ইশারায়ই বুঝে নেন। ডি মারিয়ার অনেক গোলের উৎস যেমন মেসি তেমনি মেসিরও অনেক গোলের উৎস হয়ে আছেন ডি মারিয়া। তাই ডি মারিয়া খেলা যেমন আর্জেন্টিনার জন্য লাভ, তেমনি মেসির জন্য আরও বাড়তি লাভ আর প্রতিপক্ষের জন্য হুংকার।
আজ রাত একটাই মিসাইল আইকনিক স্টেডিয়ামে সেমিফাইনালে উঠার লড়াইয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ সামনে রেখে কোচ স্কালোনি ডি মারিয়ার খেলা প্রসঙ্গে বলেন, ‘দলে ডি মারিয়া সেরা একাদশে থাকবে কী থাকবে না সে সিদ্ধান্ত নেওয়া হবে পরে।'
ডি মারিয়া ইনজুরিতে পড়েছিলেন গ্রুপ পর্বে পোল্যান্ডের বিপক্ষে ম্যাচে ৫৯ মিনিটের সময়। এই ইনজুরির কারণে পরে তিনি শেষ ষোলতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি। স্কালোনি ডি মারিয়ার প্রসঙ্গটি বলার সময় দে পলের নামটিও নিয়ে আসেন। ইনজুরিতে থাকা দে পলের খেলাটাও তিনি রেখেছেন ডি মারিয়ার মতো ধোঁয়াশার মাঝে।
এমপি/এসএন