ফ্রান্স শুধু এমবাপের উপর নির্ভরশীল নয়
বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স দল তারকায় ঠাসা। এরকম তারকাসমৃদ্ধ দল কাতার বিশ্বকাপে দ্বিতীয়টি নেই বললেই চলে। করিম বেনজেমার মতো বর্তমান সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার ইনজুরির কারণে দল থেকে ছিটকে গিয়েছেন। তারপরও তারকার ঘাটতি নেই শক্তিরও ঘাটতি নেই।
এবারের বিশ্বকাপে ফ্রান্সই একমাত্র দল যারা ধারাবাহিকভাবে প্রতিটি ম্যাচেই ভালো খেলে শেষ আটে উঠে এসেছে। শেষ আটে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। ১৯৬৬ সালের চ্যাম্পিয়ন তারা। কোয়ার্টার ফাইনালে বিশ্বকাপের শিরোপাধারী আর কোনো দলই পরস্পরের বিপক্ষে মুখোমুখি হচ্ছে না। যে কারণে কোয়ার্টার ফাইনালে যে চারটি খেলা অনুষ্ঠিত হবে তার মাঝে ফ্রান্স ইংল্যান্ডের খেলার দিকে সবার নজর বেশি এবং এখান থেকে একটি দলকে বিদায় নিতে হবে।
ফ্রান্স যে এবার খুব ভালো খেলছে তার অন্যতম যোগান দাতা এমবাপে। দুর্ধর্ষ এই স্ট্রাইকারকে যেন আটকে রাখাই যায়। গ্রুপ পর্বের তিনটি এবং শেষ ষোলতে দুটি গোল করেছেন তিনি। পাঁচ গোল করে সবার উপরে এমবাপে। তাই ইংল্যান্ডের জন্য এমবাপে খুবই বিপদজনক। তাকে আটকে রাখতে পারলে অনেকটাই ম্যাচ তাদের জন্য সহজ হয়ে উঠবে। কিন্তু ইংল্যান্ডের পক্ষে কি সম্ভব হবে এমবাপেকে আটকে রাখা। কিন্তু ফ্রান্সের মিডফিল্ডার আদ্রিও রাবিও মনে করেন না যে তারা শুধুমাত্র পিএসজির এই স্ট্রাইকার এমবাপের উপর নির্ভরশীল।
জুভেন্টাসে খেলা আদ্রিও মনে করেন এমবাপে ছাড়াও যেকোনো খেলোয়াড়েরই ক্ষমতা রয়েছে দলকে জেতানোর। তিনি বলেন, 'আমরা এককভাবে কারো উপর নির্ভরশীল নই। এমবাপে অবশ্যই দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়, মূল অস্ত্র। কিন্তু তার মানে এই নয় যে আমরা তার উপরেই নির্ভরশীল। আমাদের দলে এমন অনেক খেলোয়াড় আছে যারা নিজ যোগ্যতায় খেলার পার্থক্য গড়ে দিতে পারে।
এমপি/এসএন