রোনালদোর বাদ পড়া নিয়ে যা বললেন কোচ
নিয়মিত অধিনায়ক তিনি। অথচ সুইজারল্যান্ডের বিপক্ষে পর্তুগালের শুরুর একাদশেই ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। তাকে ম্যাচের শেষের দিকে নামান কোচ ফার্নান্দো সান্তোস। রামোসের হ্যাটট্রিকে দল বড় ব্যবধানে সুইসদের হারালেও রোনালদো ছিলেন বিষণ্ন।
রোনালদোর সঙ্গে কেন এমন করলেন পর্তুগিজ কোচ সান্তোস? ম্যাচের পর অবশ্য তিনি মুখ খুলেন রোনালদোকে নিয়ে। তিনি বলেন, রোনালদোর সঙ্গে তার কোনো বিরোধ নেই। ম্যাচে কৌশলগত কারণে রোনালদোকে শুরুতে মাঠে নামাননি তিনি।
সিআরসেভেনের প্রশংসা করে সান্তোস বলেন, ‘অধিনায়ক হিসেবে দলের সামনে উদাহরণ তৈরি করেছে রোনালদো। তাকে প্রথম একাদশে না রাখার কারণ সম্পূর্ণ কৌশলগত। এর বেশি কিছু ব্যাখ্যা করতে পারব না। দলে অনেক রকম ফুটবলার রয়েছে। প্রত্যেকের খেলা আলাদা। প্রতিপক্ষ অনুযায়ী পরিকল্পনা করতে হয়।’
গ্রুপপর্বে দক্ষিণ কোরিয়ার কাছে হেরে যাওয়া ম্যাচে আগেই রোনালদোকে তুলে নিয়েছিলেন কোচ সান্তোস। সেখান থেকেই দুজনের সম্পর্কের অবনতি। মাঠ ছাড়ার সময় মুখে আঙুল দিয়ে চুপ থাকার অঙ্গভঙ্গি করেন রোনালদো। এমন ভঙ্গি ভালো লাগেনি পর্তুগাল কোচের। তবে রোনালদোর দাবি, এটি তিনি কোচের উদ্দেশ্যে করেননি। কোরিয়ার এক খেলোয়াড় তাকে দ্রুত মাঠ ছাড়তে বললে তার উদ্দেশ্যে এমনটি করেছিলেন।
তাতে মন গলেনি সান্তোসের। শেষ ষোলোর ম্যাচের আগে তিনি জানিয়েছিলেন, তিনি মাঠে নামার আগে অধিনায়ক বাছাই করবেন। তখনই সুইজারল্যান্ডের বিরুদ্ধে রোনালদোকে প্রথম একাদশে না রাখার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। ম্যাচেও হয়েছে তাই। ফলে দুজনের সম্পর্কটা আরও অবনতি হলো, তা বলাই বাহুল্য।
এসজি