আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে হ্যাজার্ড
ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রে ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ যুবরাজের ভবিষ্যত নিয়ে চলছে নানা কানাঘুষা। এরই মধ্যে সবাইকে চমকে দেওয়ার মতো সিদ্ধান্ত জানালেন ইডেন হ্যাজার্ড।
বুধবার (৭ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বেলজিয়ান উইঙ্গার।
এদিন নিজের ভেরিফাইট ইনস্টাগ্রাম পোস্টে হ্যাজার্ড লিখেন, ‘আজ একটি পৃষ্ঠা পাল্টে যাচ্ছে। আপনাদের ভালোবাসার জন্য আপনাদের ধন্যবাদ। আপনাদের অতুলনীয় সমর্থনের জন্য আপনাদের ধন্যবাদ। ২০০৮ সাল থেকে আমার সমস্ত সুখের ভাগিদার হওয়ার জন্য আপনাদের ধন্যবাদ।’
ওই পোস্টের পরের লাইনে বেলজিয়ামের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত জানান হ্যাজার্ড। রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড লিখেন, ‘আমি আমার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। উত্তরাধিকার প্রস্তুত। আমি আপনাদের মিস করব।’
জাতীয় দলের জার্সিতে ১২৬ ম্যাচ খেলেছেন হ্যাজার্ড। করেছেন ৩১ গোল। ৩১ বছর বয়সী হ্যাজার্ড দলের সঙ্গে ছিলেন কাতার বিশ্বকাপেও। কিন্তু বিশ্বমঞ্চে আলো ছড়াতে পারেননি তারা। গ্রুপপর্বেই বিদায় ঘন্টা বাজে সোনালি প্রজন্মের বেলজিয়ামের।
গ্রুপপর্বের ৩ ম্যাচে মাত্র ১টিতে জয়ের দেখা পায় রবার্তো মার্টিনেজের শিষ্যরা। হারে ১ ম্যাচে। ড্র করে অপরটি। সবমিলে ৩ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের তিনে থেকে বিদায় নেয় বেলজিয়াম।
এমএমএ/