কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল যারা
শেষ হলো বিশ্বকাপের আরেকটি রাউন্ড। কমল টুর্নামেন্টে টিকে থাকা দলের সংখ্যা। দীর্ঘ হলো বিদায়ী দলের তালিকা। ফিফার মেগা ইভেন্টে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা, নেদারল্যান্ডস, ব্রাজিল, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, মরক্কো এবং পর্তুগাল।
মোট ৩২ দলের অংশগ্রহণে গত ২০ নভেম্বর শুরু হয় কাতার বিশ্বকাপ। গ্রুপপর্বে কাটা পড়ে ১৬ দল। বাকিদের অংশগ্রহণে শেষ হলো নকআউটের প্রথম পর্ব। শেষ ষোলোতে বিদায় ঘণ্টা বেজেছে অস্ট্রেলিয়া, পোল্যান্ড, সেনেগাল, জাপান, দক্ষিণ কোরিয়া, স্পেন এবং সুইজারল্যান্ড।
বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে সবচেয়ে বড় চমক দেখিয়েছে মরক্কো। স্পেনের মতো শক্তিধরকে দলকে টাইব্রেকারে হারিয়ে দিয়েছে তারা। শেষ আটে তাদের প্রতিপক্ষ পর্তুগাল। আগামী শনিবার মুখোমুখি হবে দুই দল। একই দিনে আরেক ম্যাচ লড়বে ফ্রান্স এবং ইংল্যান্ড।
কোয়ার্টার ফাইনালের লড়াই শুরু হবে শুক্রবার। এদিন মুখোমুখি হবে ক্রোয়েশিয়া-ব্রাজিল এবং নেদারল্যান্ডস-আর্জেন্টিনা। কাতারের আবহাওয়া অফিস জানিয়েছে, শেষ আটের ম্যাচগুলোতে বাগড়া দিতে পারে বৃষ্টি ও মেঘলা আবহাওয়া।
এমএমএ/