কৃতকর্মের ফল পেলেন রোনালদো!
একেই বলে নিয়মানুবর্তিতা একেই বলে শৃঙ্খলা পরায়ণতা। ক্রিশ্চিয়ানো রোনালদো শুধু পর্তুগালেরই সেরা খেলোয়াড় নন। বিশ্বেরও অন্যতম সেরা খেলোয়াড়। খেলছেন জীবনের শেষ বিশ্বকাপ ফুটবল। দল পৌঁছে গেছে নকআউট পর্বে। শেষ বিশ্বকাপে শিরোপা উঁচিয়ে ধরতে হলে জয়ের কোন বিকল্প নেই। হার মানেই বিদায় ঘন্টা রিক্ত হস্তে বিশ্বকাপ ছাড়াই ফিরে যাওয়া। এমন একটি ম্যাচে কোচ ফার্নান্দোজ সান্তোষ তার সঙ্গে অসাদাচরণ করায় রোনালদোকে সেরা একাদশে রাখেননি। পরে ৭৩ মিনিটে তাকে বদলি হিসাবে মাঠে নামানো হয়। এসময় তার পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পালন করা পেপে এসে রোনালদোকে অধিনায়কের আর্মব্যান্ড পরিয়ে দেন।
রোনালদো নেই। কি ভয়ংকর ঝুঁকিই না তিনি নিয়েছেন। রোনালদোকে অবশ্য তিনি অতিরিক্ত তালিকায় রেখেছেন। একবার কল্পনা করে দেখুন এই ম্যাচ যদি পর্তুগাল হেরে যেত, তাহলে রোনালদোর কি করুন বিদায় হতো?
ঘটনার সূত্রপাত দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে। খেলায় পর্তুগাল হেরেছিল ২-১ গোলে হেরে যায়। খেলার এক পর্যায়ে মাঠ থেকে রোনালদোকে তুলে নেন কোচ সান্তোস। বিষয়টি ভালোভাবে নেননি রোনালদো। মাঠ থেকে বের হওয়ার সময় রোনালদো বিদ্রুপ অঙ্গভঙ্গি করেন। বিষয়টি তখন ভালোভাবে নেননি সন্তোস। তখনই ইঙ্গিত পাওয়া গিয়েছিল নকআউট পর্বে পরের ম্যাচে রোনালদোকে সেটা একাদশে নাও দেখা যেতে পারে।
এমপি/এএস